প্রেস বিজ্ঞপ্তি:

কক্সবাজার সোসাইটির উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সাভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ জুন) হোটেল সিলভার সাইন রেষ্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়। এসময় কক্সবাজার শহরের যানজট, মাদক, দূনীতিমুক্ত ও পরিচ্ছন্ন নাগরিকবান্ধব এবং আধুনিক কক্সবাজার পৌরসভা গঠন বিষয় নিয়ে বিভিন্ন আলোচনা হয়।

কক্সবাজার সোসাইটির প্রতিষ্ঠিতা সভাপতি কমরেড গিয়াস উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল আবছার বলেন, আগামীতে কক্সাবাজারের বিরাজমান বিভিন্ন সমস্যা নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলা হবে। বিশেষ করে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে ঘাপটি মেরে থাকা ঘুষখোর দূর্নীতিবাজদের কালো তালিকা করে তাদের বিরুদ্ধে সামাজিক গণআন্দোল গড়ে তুলা হবে। তার জন্য ঈদের পরে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। এসময় তিনি আরো বলেন, কক্সবাজার মডেল থানায় আইনবর্হিভুত কর্মকান্ড ঘটনা ঘটছে প্রায়শ। আটক বাণিজ্য নিত্যদিনের চিত্র। কিছু চিহ্নিত পুলিশ কর্মকর্তার কারণে সাধারণ মানুষ ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছে প্রতিদিন। যার বিরুদ্ধে কক্সবাজারের সাধারন জনগনকে সাথে নিয়ে আগামীতে আন্দোলনে নামার হুঁশিয়ারি উচ্চারন করেন।

সভায় প্রধান আলোচক কক্সবাজার সেক্টর কমান্ডরস ফোরাম- মুক্তিযুদ্ধ’৭১ এর জেলা সভাপতি বীর মুুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী বলেন, প্রশাসনের বিভিন্ন সেক্টরে ঘাপটি মেরে থাকা ঘুষখোর দূর্নীতিবাজদের এবং মুক্তিযুদ্ধের চেতনা বিরুধীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে তুলা হবে। এতে কক্সবাজারে সাধারন মানুষকে পাশে থাকার আহবান জানান তিনি।

এসময় বক্তব্য রাখেন কক্সবাজরের বিশিষ্ঠ সাংবাদিক মোহাম্মদ আলী জিন্নাত, প্রকৌশলি কে পল, সমির পাল, সহ-সভাপতি যতাক্রমে, করিম উল্লাহ কলিম, এড. এহছান উল্লাহ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শিল্পি সনজিত ধর, গবেষণা বিষয়ক সম্পাদক উজ্জল কান্তি দেব, আইন বিষিয়ক সম্পাদক, এড. আব্দুর রহিম, সেক্টর কমান্ডস এর সহ-সাধারন সম্পাদক মো সুলতান মাহমুদ, সাংবাদিক মোহাম্মদ শফিক।

এসময় উপস্থিত ছিলেন, কল্লোল দে চৌধুরী, রবিন্দ্র বিজয় বড়ুয়া, উজ্জল সেন, সালেহ আহম্মদ, এড. নজরুল ইসলাম খাঁন, এড. আবুছৈয়দ, ডাক্তার অমর কান্তি দাস, আসাদুল ইসলাম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি সত্যপ্রিয় চৌধুরী দুলন, শেখ মহসিন, নাজিম উদ্দিন, মোহাম্মদ মাসুদ, সাংবাদিক দীপন বিশ্বাস, মোহাম্মদ মহিউদ্দিন, আবু মুছা, শফিউল্লাহ, হেলাল উদ্দিন, ফাতেমা আক্তার মাটিন, মোহাম্মদ সুলাইমান, মফিজ উল্লাহ, মোহাম্মদ সাজ্জাদুল ইসলাম, মোহাম্মদ অজম খাঁন, মোহাম্মদ বেলাল হোছেন, মোহাম্মদ মামরান, মোহাম্মদ সাদ্দাম হোসেন, আনোয়ার হোসেনৎ, মনির আহম্মদ, মোহাম্মদ হাসান, মোহাম্মদ আরিফুল অজিম, মোহাম্মদ আবিদ, আখতার হোসেন, মোহাম্মদ রমজান আলী, মোহাম্মদ রিদওয়ান, নিদাল, আকরাম হোসেন আকিব, নাজমুল হোছেন, হাজী বসির উল্লাহ প্রমূখ।

সভা সঞ্চলানা করেন, সাংঘটনিক সম্পাদক প্রভাষক মোহাম্মদ ইসলাম।