সিবিএন ডেস্ক : বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ সরকার ২০১৬ সালের জন্য ‘বাংলাদেশে বৈধ চ্যানেলে সর্বাধিক বৈদেশিক মুদ্রা প্রেরণকারী নন রেসিডেনসিয়াল বাংলাদেশি এ্যাওয়ার্ড -২০১৬ মঙ্গলবার (৫ জুন) বিকালে রাজধানী ঢাকার একটি কনভেনশন সেন্টারে বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বানিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যাক্তি ( সিআইপি) দের হাতে সম্মাননা তুলে দেয়।

সম্মাননা কার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বলেন, ‘প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিটেন্স প্রবাহের ধারাবাহিকতায় অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে বাংলাদেশ বিশ্বের মানচিত্রে একটি মর্যাদাপূর্ণ রাষ্ট্র হিসেবে নিজেকে তুলে ধরতে সক্ষম হয়েছে।’

মন্ত্রী প্রবাসী বাংলাদেশিদের বৈধ চ্যানেলে রেমিটেন্স প্রেরণকারী ও বাংলাদেশি পণ্য আমদানীকারকদের পাশাপশি দেশে শিল্পক্ষেত্রে বিনিয়োগ করার আহ্বান জানিয়ে বলেন, ‘পূর্বের যেকোনও সময়ের চেয়ে দেশে এখন শিল্পক্ষেত্রে বিনিয়োগের সুষ্ঠু পরিবেশ বিরাজ করছে। বর্তমান সরকারের আমলে রেমিটেন্সের প্রবাহ বৃদ্ধি পেয়েছে এবং বৈদেশিক রিজার্ভ বৃদ্ধি পেয়েছে। আমার বিশ্বাস বৈধপথে রেমিটেন্স প্রেরণ করলে বৈদেশিক রিজার্ভের পরিমাণ আরও বৃদ্ধি পাবে।’

অনুষ্ঠানে কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহাপরীর দ্বীপের কৃতি সন্তান, আওয়ামী পরিবারের সন্তান, দুবাই প্রবাসী, সংযুক্ত আরব আমিরাত আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, দুবাই কমিউনিটির সর্ব সিনিয়র ব্যক্তিত্ব, কক্সবাজার জেলার সর্বোচ্চ চারবার শ্রেষ্ঠ রেমিটেেন্স দাতা দুবাই প্রবাসী, মোহাম্মদ ইসমাইল কে বাংলাদেশ সরকার কতৃক সিআইপি কার্ড তুলে দেয়া হয়।

সিআইপি সম্মাননা কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. নমিতা হালদার এনডিসি’র সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আমিনুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, দুবাই কমিউনিটির সর্ব সিনিয়র ব্যক্তিত্ব, কক্সবাজার জেলার সর্বোচ্চ চার চারবার শ্রেষ্ঠ রেমিটেন্স দাতা, দুবাই প্রবাসী, মোহাম্মদ ইসমাইল কে সিআইপি কার্ড তুলে দেন। – সকালেরআলো