মো. নুরুল করিম আরমান, লামা:

বান্দরবানের লামা উপজেলায় মাদক বিরোধী বিশেষ সাড়াশি অভিযান চালিয়েছে পুলিশ। সোমবার বিকালে লামা বাজার এলাকায় এ অভিযান চালানো হয়। সহকারী পুলিশ সুপার আবু সালাম চৌধুরী ও ভারপ্রাপ্ত কর্মকর্তা অপ্পেলা রাজু নাহার নেতৃত্বে অর্ধশত সঙ্গীয় সদস্যরা এ অভিযান চালায়। অভিযানে আবুল কালাম নামের এক মাদকসেবীকে আটক করা হয়। এ সময় ২০ লিটার দেশিয় তৈরি চোলাই মদও উদ্ধার করে পুলিশ।

জানা গেছে, মাদকের ব্যবহার শূন্যের কোটায় আনতে ও জনসচেতনতা সৃষ্টির লক্ষে লামা বাজার এলাকার ছোট নুনার বিল মার্মা পাড়ায় সোমবার বিকাল ৩টার দিকে ঘন্টা ব্যাপী অভিযান চালায়। এ সময় ২০ লিটার দেশিয় তৈরি চোলাই মদ উদ্ধারের পাাশাপাশি আবুল কালাম (২৭) নামে এক মাদক সেবীকে আটক করা হয়। আটক আবুল কালাম লামা সদর ইউনিয়নের মধুঝিরি পশ্চিম পাড়ার বাসিন্দা শামসুদ্দিনের ছেলে।

মাদক বিরোধী অভিযানে এক মাদকসেবী ও ২০ লিটার মদ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা অপ্পেলা রাজু নাহা বলেন, সকল ধরনের মাদক দ্রব্যের ব্যবহার শূন্যের কোটায় আনতে অভিযান অব্যাহত থাকবে।