প্রিয়.কম : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘ভারতকে সব দিয়ে দিয়েছেন। অদ্ভুত কথা। আমরা লাইলী-মজনু, শিরি-ফরহাদের প্রেমের কথা শুনেছি, দেবদাস-পার্বতীর প্রমের কথা শুনেছি। কিন্তু আওয়ামী লীগ সরকার প্রধান শেখ হাসিনা ও ভারতের সঙ্গে প্রেম ইতিপূর্বের সকল প্রেমকে হার মানিয়েছে।’

৩১ মে, বৃহস্প‌তিবার দুপু‌রে নয়াপল্ট‌নে দ‌লের কেন্দ্রীয় কার্যাল‌য়ে সংবাদ স‌ম্মেল‌নে এসব কথা ব‌লেন রুহুল কবির রিজভী।

ভারত সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের কথা তুলে ধরে রিজভী বলেন, ‘এত প্রেম এর আগে আমরা দেখিনি। তারা না চাইতেই সবকিছু উজাড় করে দিয়ে দেন। তার প্রেম এত গভীর ভারতের জন্য। যার জন্যে যারা স্বাধীনতা ও গণতন্ত্রের কথা বলবে, তাদের তো জেলে থাকতে হবেই।’

সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে দলীয় সন্ত্রাসীদের আশ্রয় দিয়ে সারা দেশে মাদকের নামে মানুষকে হত্যা করা হচ্ছে বলে অভিযোগ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘বিএন‌পি নেতা গিয়াস কাদের চৌধুরী যে বক্তব্য দেননি সেটা টুইস্ট করে চট্টগ্রামের স্থানীয় পত্রিকা পূর্বকোণ প্রকাশ করে। অথচ ওই বক্তব্যের কারণে ছাত্রলীগ নেতা আবু সাদাত সায়েমের নেতৃত্বে তাদের বাড়িতে হামলা করা হয়। যেখানে ২০টির মতো গাড়ি ভাঙচুর করা হয়। নিরাপত্তা কর্মীদের ওপর হামলা করা হয়।

‘যখন হামলা হয় তখন সেখানে পুলিশ থাকলেও তারা দর্শকের ভূমিকা পালন করেছে। এই হলো অবস্থা। পুলিশ আর আওয়ামী লীগের সন্ত্রাসীরা একাকার হয়ে গেছে। তারা একেবারে খালাতো ভাইয়ের ভূমিকা পালন করছে। সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে সায়েমদের মতো সন্ত্রাসীদের প্রশ্রয় দিয়ে বেআইনি পন্থায় মানুষকে ধরে নিয়ে মেরে ফেলা হচ্ছে।’

এর আগে দৈনিক পূর্বকোণ বিএনপি চেয়ারপারসন ও সিনিয়র ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে অবান্তর সংবাদ প্রকাশ করেছে দাবি করে রিজভী বলেন, ‘তাদের বিরুদ্ধে একশ’ কোটি টাকার মানহানির মামলা করা হয়েছে। তারা সমাজে বিশৃঙ্খলতা তৈরির চেষ্টা করে। তারা বিশেষ উদ্দেশ্যে এসব করছে।’

জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর বিভিন্ন স্পটে ত্রাণ বিতরণ, ইফতার বিতরণ করতে পুলিশ বাধা দিয়েছে বলে অভিযোগ করে রিজভী বলেন, ‘এসব দেখে মনে হচ্ছে আমাদের আর বসে থাকার সময় নেই। দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। আগেই বলেছি আন্দোলনের গতি কেমন হবে তা সরকারের আচরণের ওপর নির্ভর করছে।’

শেখ হাসিনার অন্তরের জ্বালা ও বিদ্বেষের কারণে খালেদা জিয়াকে কারাগারে রাখা হচ্ছে দাবি করে বিএনপি রিজভী বলেন, ‘প্রধানমন্ত্রীর ইচ্ছায় এসব করা হচ্ছে। যে যতদিন পারা যায় তাকে কষ্ট দাও।’

এক প্রশ্নের জবাবে রিজভী বলেন, ‘শীর্ষ সন্ত্রাসী জোসেফকে ছেড়ে দেওয়া হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, তিনি নাকি কিছু জানেন না। গোপনে ছেড়ে দেয়া হয়েছে। কী ভয়ঙ্কর অবস্থা। অথচ সাবেক প্রধানমন্ত্রী ও মুক্তিযোদ্ধার স্ত্রী, তাকে স্যাঁতসেঁতে ঘরের মধ্যে থাকতে হচ্ছে। তাকে সঠিক চিকিৎসাও দেয়া হচ্ছে না। এটা কি জনগণের সরকার? এরা তো গডফাদার, সন্ত্রাসী ও বেআইনি কাজের সঙ্গে যারা জড়িত তাদের সরকার।’