সাবেক বিচারপতি, বাংলাদেশ মানবাধিকার কমিশনের প্রথম চেয়ারম্যান ও রামু সমিতির সম্মানিত উপদেষ্টা মরহুম আমীরুল কবির চৌধুরী’র স্মরণে শোক সভা ২ জুন শনিবার রাজধানীর বিয়াম মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
এতে বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক প্রধান বিচারপতি, বিচারপতি সহ দেশের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন বলে জানিয়ছেন শোক সভা উদযাপন পরিষদের সদস্য সচিব সাইমুল আলম চৌধুরী। তিনি ঢাকাস্থ রামু সমিতির সদস্যবৃন্দকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।
উল্লেখ্য, কক্সবাজারের রামুর কৃতী সন্তান আমীরুল কবির চৌধুরী গত ১ মে ৭৮ বছর বয়সে ঢাকার একটি হাসপাতালে ইন্তিকাল করেন।
রামু সমিতির এক বিবৃতিতে জানানো হয়েছে “রামু সম্মাননা ২০১৮” ও প্রদান করা হবে এ অনুষ্ঠানে। এ বছর এ সম্মাননা পাচ্ছেন মরহুম বিচারপতি আমীরুল কবির চৌধুরী (মরণোত্তর), প্রয়াত শিক্ষক বাবু জ্ঞানেন্দ্র বড়ুয়া (মরণোত্তর), রামু কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ প্রফেসর মোশতাক আহমদ, চট্টগ্রাম সমিতির সাবেক সভাপতি শিল্পপতি আজিজুল হক চৌধুরী।