মো: গোলাম মোস্তফা (দুঃখু)

মুসল্লি আমরা রোজা দার বান্দা,
আল্লাহর রহমতের প্রিয় মানুষ
এসেছি বিশাল বিশ্ব সংসারে ।

এত চাওয়া কার জন্য!
চোখের পাতা বন্ধ হলে,
বিশ্ব সংসার হবে পর ।

এত মিথ্যার বাগান,
কোন সুখের জন্য ।
কথা সুর হারিয়ে গেলে,
আপন মানুষ গুলো হবে পর ।

রোজা এলো বিশ্ব সংসারে,
এক মাস রাখবো
বিশ্বাসের মাঝে ইসলামের ভালোবাসা ।

রোজা আমার বিশ্বাস,
প্রাণের ভালো থাকার দিন
পবিত্র মাহে রমজান ।

নামাজ আমাদের আলো,
ভালো রাখার রহমত।
এসো তোমরা নামাজের ঘরে,
ভালো রাখো বিশ্বাস কে ।

চাঁদের আলো রাতের রাণী
রোজার রাতে চাঁদ সুখের বাগান ।

রাস্তা আমাদের ঘর,
কষ্ট নেই মনে।
ভালো লাগে রমজান মাসে,
রাস্তায় ঘুমোতে পেরে ।

হোটেলে হোটেলে হাজারো লাল নীল,
রং এর আলোর মেলা ।
আমরা রাস্তার মানুষ !
পঁচা বাসি হয় সেহেরী খাবার ।

স্যারের গাড়ীর চাকার পানি,
বালিশ খানা ভিজে।
মনে বড় ব্যথা লাগে,
টাকার বাহার দেখে ।

স্যার একমুঠো ইফতার দিবেন,
ছোট মুখে দিবো তুলে।
আমার ছোট খোকা সোনা,
রেখেছে রোজা
সেহেরী খাবার না খেয়ে ।

কতরকমের খাবার আপনার সামনে,
দিলে হবে না অভাব।
একমুঠো ইফতার দিলে,
আল্লাহ দিবে রহমতের বাগান ।

লেখক: শিক্ষার্থী-বিতার্কিক, সাংবাদিকতা বিভাগ, পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, খুলশী, চট্টগ্রাম।