চকরিয়া (কক্সবাজার)প্রতিনিধি :

চকরিয়া পৌরসভার উদ্যোগে পৌর মিলনায়তনে আলোচনা সভা ও ইফতার মাহফিল গতকাল ৩১ মে বিকাল ৪টায় অনুষ্ঠিত হয়েছে। চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরীর সভাপতিত্বে ও পৌর কর্মকর্তা-কর্মচরী এসোসিয়েশন কক্সবাজার জেলা সেক্রেটারী আলহাজ্ব আবু রাশেদ মো: জাহেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম বিএ(অনার্স)এমএ। বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুদ্দিন মো: শিবলী নোমান, কক্সবাজারের সিনিয়র সহকারী পুলিশ সুপার (চকরিয়া সদর সার্কেল) কাজী মো: মতিউল ইসলাম, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী, থানার ইন্সপেক্টর (তদন্ত) ইয়াছির আরাফাত, জেলা বিএনপির উপদেষ্টা আলহাজ্ব আবু তাহের চৌধুরী আবু মিয়া, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি নুরুল কাদের বি.কম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এসএম জাহাঙ্গীর আলম বুলবুল, চকরিয়া প্রেস ক্লাবের সভাপতি আবদুল মজিদ, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি সরওয়ার আলম, সহসভাপতি মোক্তার আহমদ চৌধুরী, সৈয়দ আলম কমিশনার, এম আর চৌধুরী, মাতামুহুরী উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মকছুদুল হক ছুট্টো, প্যানেল মেয়র বশিরুল আইয়ুব, পৌর সচিব মাসউদ মোর্শেদ, কোরক বিদ্যাপীঠ প্রধান শিক্ষক নুরুল আখের, চকরিয়া উপজেলা যুগ্ম সম্পাদক শাহনেওয়াজ তালুকদার, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মিজবাউল হক, চকরিয়া উপজেলা যুবলীগের সভাপতি শহীদুল ইসলাম শহীদ, সাধারণ সম্পাদক আলহাজ কাউছার উদ্দিন কছির, চকরিয়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শওকত ওসমান, সাধারণ সম্পাদক বাবলা দেবনাথ, আওয়ামীলীগ নেতা মিফতাব উদ্দিন চৌধুরী, পৌরসভা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ফেরদৌস ওয়াহিদসহ চকরিয়া উপজেলা ও পৌরসভা আওয়ামীলীগ এবং সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ, পৌরসভার সকল কাউন্সিলর ও কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেনীপেশার ব্যক্তিবর্গ ও সুশীল সমাজের প্রতিনিধিগন অংশগ্রহন করেন। ইফতার মাহফিলে বিশেষ মোনাজাত পরিচালনা করেন চকরিয়া মসজিদ বায়তুশ শরফ কমপ্লেক্সের খতিব আলহাজ্ব মাওলানা হাফেজ বশির আহমদ।

প্রধান অতিথি আলহাজ্ব জাফর আলম বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের উন্নয়ন ও জনগনের কল্যানে কাজ করছেন। আগামীতেও উন্নয়নের চলমান ধারা অব্যাহত রাখতে হবে। সেইজন্য আগামী নির্বাচনে আওয়ামীলীগকে আবারও রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে। কক্সবাজারের প্রবেশদ্বার চকরিয়া যদি এতো সুন্দর, নাজানি পর্যটন রাজধানী খ্যাত কক্সবাজার কত সুন্দর। তাই দেশরত্ম শেখ হাসিনাকে পুনরায় দেশের প্রধানমন্ত্রী পদে বসাতে হবে।