আহমদ গিয়াস, কক্সবাজার :
গভীর সঞ্চালনশীল মেঘমালার প্রভাবে  বৃহস্পতিবার সকাল ও বিকালে কক্সবাজারে দমকা হাওয়ার পাশাপাশি দুই দফা ভারী বৃষ্টিপাত হয়েছে। সতর্কতা সংকেত না থাকলেও বিরূপ আবহাওয়ায় বঙ্গোপসাগর আকস্মিকভাবে উত্তাল হয়ে ওঠায় গত দুইদিন ধরে সেখানে মাছধরা বন্ধ রয়েছে। গতকাল রাত ৯টা পর্যন্ত একদিনে কক্সবাজারে ৯১ মিলিলিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। এর প্রভাবে শহরের বেশ কিছু এলাকায় সাময়িকভাবে জলাবদ্ধতা দেখা দেয়। বিভিন্ন দোকান ও বাসাবাড়িতে পানি ঢুকে পড়ায় হাজার হাজার মানুষ ভোগান্তিতে পড়ে। গত কয়েকদিন ধরেই কক্সবাজারে দমকা হাওয়া বয়ে যাচ্ছে। আজ শুক্রবারও আবহাওয়ার অবস্থা অপরিবর্তিত থাকতে বলে কক্সবাজারের আবহাওয়াবিদদের ধারণা।