প্রেস বিজ্ঞপ্তি :
সমগ্র বাংলাদেশের কওমী মাদ্রাসাগুলি সন্ত্রাস ও জঙ্গী মুক্ত। তারপর যদি কওমী মাদ্রাসাগুলিতে কোন ধরনের সন্ত্রাসী ও জঙ্গি অবস্থান করার তথ্য থাকলে সাথে সাথে আমাদেরকে অবহিত করেন। কোন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে কষ্ট করে মাদ্রাসায় যেতে হবে না আমরা কওমী মাদ্রাসার নেতৃবৃন্দরাই উক্ত সন্ত্রাসী ও জঙ্গীদেরকে নিজ দায়িত্বে প্রশাসনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিকট হস্তান্তর করব ইনশাআল্লাহ।কোন মিথ্যা ও ভূয়া তথ্যের ভিত্তিতে যদি কোন কওমী মাদ্রাসায় অভিযান চালানো হয় তাহলে এর দায়-দায়িত্ব কিন্তু সরকারকেই নিতে হবে বলে হুশিয়ারী উচ্চারণ করেন।বাংলাদেশ কওমী মাদ্রাসা শিক্ষক সমিতি কক্সবাজার জেলা শাখার উদ্যোগে ওলামা-মাশায়েক ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সন্মানে ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ কওমী মাদ্রাসা শিক্ষক সমিতির মহাসচিব মাওলানা আতাউর রহমান আতিকী প্রশাসনের উদ্যেশ্যে উপরোক্ত কথাগুলি বলেন।

বুধবার (৩০ মে) বিকাল ৩ ঘটিকার সময় বাংলাদেশ কওমী মাদ্রাসা শিক্ষক সমিতি কক্সবাজার জেলা শাখার সভাপতি মাওলানা জে,এইচ,এম,ইউনুছের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এইচ,এম,জামাল উদ্দীন তাওহীদের সঞ্চালনায় শহরের হলিডে মোডের হোটেল সিলভার সাইনে ওলামা-মাশায়েক ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সন্মানে আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কক্সবাজার আদর্শ বালিকা মাদ্রাসার প্রভাষক ড,নুরুল আবছার,বড় মহেশখালী নতুন বাজার মাদ্রাসার পরিচালক মৌ:নুরুল ইসলাম ও শহরের আলিফ-লাম-মীম জামে মসজিদের খতিব মৌ:আরিফ উল্লাহ ফারুকি।এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,বাংলাদেশ কওমী মাদ্রাসা শিক্ষক সমিতির সহ-সভাপতি হাফেজ মাওলানা ইউনুছ ফরাজি,বাংলাদেশ কওমী মাদ্রাসা শিক্ষক সমিতি কক্সবাজার জেলা শাখার সহ-সভাপতি মৌ:আনচার বিন ফয়েজসহ
বাংলাদেশ কওমী মাদ্রাসা শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটি ও কক্সবাজার জেলা শাখার নেতৃবৃন্দরা। ইফতার মাহফিল ও আলোচনা সভা শেষে কেন্দ্রীয় নেতৃবৃন্দরা উপস্থিত কক্সবাজার জেলার সকল কওমী মাদ্রাসার প্রতিনিধির নিকট ইফতারের অর্থ বিতরন করেন।