মো. নুরুল করিম আরমান, লামা প্রতিনিধি

বর্তমান সরকারের বিভিন্ন সেক্টরে সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে গ্রামীণ জনগোষ্ঠিকে উদ্বুদ্ধকরণের লক্ষে বান্দরবানের লামা উপজেলায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। তথ্য অফিসের বিশেষ প্রচার কার্যক্রমের অংশ হিসেবে বুধবার দুপুরে উপজেলার দুর্গম পাহাড়ি গজালিয়া উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সহকারী তথ্য অফিসার মো. রুহুল আমিন চৌধুরীর সভাপতিত্বে আলোচনায় প্রধান অতিথি ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার নূর-এ-জান্নাত রুমি। এতে গজালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাথোয়াইচিং মার্মা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্ব নাথ দে, গজালিয়া পুলিশ ফাঁড়ি ইনচার্জ মো. শহীদুজ্জামান, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয় মার্মা বিশেষ অতিথি ছিলেন। অনুষ্ঠানে স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য, শিক্ষক, ধর্মীয় প্রতিষ্ঠান প্রধান গন, গন্যমান্য ব্যক্তিবর্গ ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ গ্রহন করেন। আলোচনা শেষে দেশের উন্নয়নসহ বিভিন্ন বিষয়ের ওপর জনসচেতনতা মূলক চলচ্চিত্র প্রদর্শন করা হয়। আলোচনায় বক্তারা বলেন, বর্তমান সরকারের আমলে দেশের বিভিন্ন সেক্টরে ব্যাপক উন্নয়ন হয়েছে। বর্তমানেও জীবন যাত্রার মানোন্নয়নে কাজ করে যাচ্ছে সরকার। এ ধরা অব্যাহত রাখতে সকলকে এগিয়ে আসাতে হবে।