শহিদ রুবেল, উখিয়া :
উখিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে এনজিওদের নিয়ে মাসিক এনজিও সমন্বয় সভা ৩০ মে বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।  উপজেলা নির্বাহী কর্মকর্তা নিকারুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দেশি বিদেশী এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় রোহিঙ্গাদের দীর্ঘ মেয়াদী সমস্যা ও সড়ক দুর্ঘটনা প্রবণতা বৃদ্ধি নিয়ে আলোচনা হয়। এইছাড়াও রোহিঙ্গাদের উগ্র আচরণ দিন দিন বৃদ্ধির ফলে আইন শৃংঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
উখিয়া উপজেলা প্রেসক্লাব সভাপতি সরওয়ার আলম শাহীন বলেন, হোস্ট কমিউনিটির ও সাহায্য সহযোগীতা প্রয়োজন রয়েছে। রোহিঙ্গাদের হাতে অনিরাপত্তায় ভোগা এনজিওদেরকে নিরাপত্তা প্রদান করতে পারে স্থানীয়রাই।  তাই সকল এনজিওর স্থানীয়দের সকল ক্ষেত্রে অগ্রাধিকার প্রদান করা উচিত। তিনি আরো বলেন,  সাংবাদিকদের সাথে এনজিও দের সম্বনয় না থাকায় অনেক এনজিওর বিরুদ্ধে নেগেটিভ রিপোর্ট যাচ্ছে প্রশাসনের কাছে। তাই এনজিওদের উচিত সাংবাদিকের সাথে সম্বনয় রক্ষা করা।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একরামুল ছিদ্দিকি বলেছেন, উখিয়ার মোট জনসংখ্যার ৮০ শতাংশই এখন রোহিঙ্গা। ফলে স্থানীয়রা অনেক বেশি ক্ষতিগ্রস্থ। এইছাড়া ও রোহিঙ্গাদের উগ্র আচরণের প্রভাবে কমবেশি সবাই আক্রান্ত হচ্ছে। ইতিমধ্যে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অনেক রোহিঙ্গাদেরকে সাজা দেওয়া হয়েছে।
উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিকারুজ্জামান চৌধুরী বলেন, সরকার ইতিমধ্যে উখিয়ার ৪৬ হাজার পরিবারকে ভিজিএফ চালের মাধ্যমে সহায়তা করছে। এইছাড়া বর্তমানে কক্সবাজার – টেকনাফ মহা সড়কে দুর্ঘটনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে । অনেকে প্রাণ হারিয়েছে যেটি উদ্বেগজনক। তিনি এনজিওদের উখিয়ার স্থানীয়দের আরো অধিকতর সম্পৃক্ত করার তাগিদ দেন।