cbn  

এম এনাম হোসেন, আমিরাত প্রতিনিধি :

দুবাই ও উত্তর আমিরাতে নিয়োজিত বাংলাদেশের কন্স্যাল জেনারেল এস. বদিরুজ্জামান বেস-কিছুদিন যাবৎ অসুস্থ থাকা পর সুস্থহয়ে পূনরায় কর্মস্থলে যোগ দেওয়াতে তাঁর বাসভবনে গত ২৮-এ মে সোমবার রাতে আমিরাতের গনমাধ্যম ব্যক্তিরা সৌজন্যসাক্ষাৎ করেন।

এসময় উপস্হিত ছিলেন শিবলী আল সাদিক (এনটিভি), সাইফুল ইসলাম তালুকদার (ইটিভি), মাহাবুবুল হাসান হৃদয় (আরটিভি), সিরাজ (মাই টিভি), ইশতিয়াক আসিফ (সিপ্লাস টিভি),খালেদ হাসান রনি, আসিক বাবর সহ আরো অনেকেই।

উপস্থিত সবাই কন্সাল জেনারেলের শারীরিক অবস্থার খোঁজ খবর ও পুরোপুরি সুস্থতা কামনা করেন।

  •  
  •  
  •  
  •  
  •   
  •  
  •