হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ:

টেকনাফে দিন ব্যাপী ‘ভ্রাম্যমাণ সমবায় ব্যবস্থাপনা’ শীর্ষক প্রশিক্ষণ ২৯ মে টেকনাফ উপজেলা পরিষদ মিলনায়তনে সম্পন্ন হয়েছে। টেকনাফ উপজেলা সমবায় কার্যালয় এ প্রশিক্ষণ কোর্সের আয়োজন করে।

জানা যায়, সমবায়ের মাধ্যমে সমবায় সমিতির মুলধন গঠন, বিনিয়োগ, দক্ষ জনগোষ্টি তৈরী, আত্মকর্মসংস্থান, দারিদ্র বিমোচন, মানি লন্ডারিং আইন, সমবায়ীদের চাহিদার ভিত্তিতে প্রয়োজনীয় ইনোভেশন আইডিয়া বিষয়ে কক্সবাজার জেলা সমবায় কার্যালয়ের প্রশিক্ষক সঞ্জয় দাশ গুপ্ত, সমবায় কি ও কেন, সমবায়ের ইতিহাস, রেকর্ড সংরক্ষণ, হিসাব বিবরণী প্রস্তত, অডিট সম্পাদন, নির্বাচন, বার্ষিক সাধারণ সভা, সাধারণ সদস্যদের অধিকার ও কর্তব্য বিষয়ে টেকনাফ উপজেলা সমবায় অফিসার মোঃ নজরুল ইসলাম, মৎস্য উৎপাদনের মাধ্যমে আতœকর্মসংস্থান সৃষ্টি, মৎস্য সম্পদ বৃদ্ধিতে আধুনিক পদ্ধতির প্রযুক্তি ব্যবহার, ক্ষতিকর ঔষধ, ফরমালিন ব্যবহারের প্রভাব ইত্যাদি বিষয়ে টেকনাফ সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ দেলোয়ার হোসেন এবং আধুনিক কৃষি উপকরণ, বাড়ির আঙ্গিনায় শাক-সব্জী ও ফলমুল চাষ, কৃষি উৎপাদন বৃদ্ধিতে আধুনিক প্রযুক্তি ব্যবহার, কৃষি পণ্যের বাজারজাতকরণ ইত্যাদি বিষয়ে টেকনাফ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ শহীদুল ইসলাম প্রশিক্ষণ দেন। এতে উপজেলার ২৫ জন সমবায়ী অংশগ্রহণ করেন।