আহমদ গিয়াস, কক্সবাজার :
কক্সবাজার সৈকতের দরিয়ানগর পয়েন্টের বড়ছড়া মোহনায় ভেসে এসেছে একটি মরা ডলফিন। মঙ্গলবার দুপুরে জোয়ারের সময় ভেসে আসে ছোট আকারের মৃত ডলফিনটি। প্রায় চার ফুট দৈর্ঘ ও ২০ কেজি ওজন বিশিষ্ট এই ডলফিনটি একটি শাবক বলে ধারণা করা হচ্ছে।
গতকাল মঙ্গলবার বিকালে কক্সবাজার সৈকতের দরিয়ানগর পয়েন্টের বড়ছড়া খালের মোহনায় গিয়ে মৃত ডলফিনটিকে নিয়ে খেলা করছে স্থানীয় শিশুরা। কালো রঙা এই ডলফিনটির শরীরের নীচের দিকে আঘাতের চিহ্ন রয়েছে। গত কয়েকদিন আগেই ডলফিনটি মারা যায় বলে ধারণা করা হচ্ছে। ডলফিনটির মৃতদেহ থেকে তীব্র দূর্গন্ধ ছড়াচ্ছে।
স্থানীয় শিশু আসবার ও আবরার জানায়, দুপুরে সামুদ্রিক জোয়ারের সময় ডলফিনটি ভেসে এসে খালে ঢুকে পড়েছে। আর তাদের বন্ধুদের দেখাতে তারা মৃত ডলফিনটি ব্রীজের পাশে নিয়ে বেঁধে রেখেছে।