হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ :

চলাচল রাস্তায় তুচ্ছ ঘটনা মিমাংসা করতে গিয়ে পূর্বশত্রুতার জের ধরে ইয়াবা ব্যবসায়ীর হাতে এক যুবক আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ২৭ মে বিকাল ৩টায় সাবরাং জিনাপাড়ায় এ ঘটনাটি ঘটে। এব্যাপারে রশিদ আহমদ নিজে বাদী হয়ে মোঃ আমিন ও শাকের আহমদকে অভিযুক্ত করে ২৮ মে টেকনাফ মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

জানা যায়, ২৭ মে বিকাল ৩টায় সাবরাং ইউনিয়নের দক্ষিণ নয়াপাড়ার ফজল আহমদের ছেলে রশিদ আহমদ (৩৫) একই এলাকা জিনাপাড়া রাস্তা দিয়ে যাবার সময় দুই ছেলের মধ্যে মারামারির ঘটনা ঘটে। ঘটনাটি মধ্যস্থতা ও মিমাংসা করতে গিয়ে উল্টো মিমাংসাকারী হামলার শিকার হয়। হামলার শিকার রশিদ আহমদ জানান, আসলে ঘটনার মূল রহস্য ইয়াবা সংক্রান্ত বিষয়ে। এছাড়া ইয়াবা ব্যবসায়ীদের সাথে রশিদ আহমদের মধ্যে অতীতে ইয়াবা ব্যবসা ও পাচার নিয়ে স্থানীয় সমাজ ও পরিবেশ নষ্ট করার বিষয়ে উভয়ের মধ্যে তর্কাতর্র্কি হয়েছিল। এসময় সুযোগে ও নাগালে পেয়ে রশিদ আহমদকে পেশাদার মাদক ব্যবসায়ী স্থানীয় মৃত অলি আহমদের পুত্র মোহাম্মদ আমিন ও শাকের আহমদ ধারালো অস্ত্রে আঘাত করে। রক্তমাখা অবস্থায় রশিদ আহমদ সন্ধ্যায় টেকনাফ মডেল থানায় হাজির হন। এসময় তিনি সংবাদকর্মীদের বলেন, হামলাকারীরা শীর্ষ মাদক ও ইয়াবা ব্যবসায়ী। ওদের কারণে যুবসমাজ বিপদগামী হচ্ছে।