এম.মনছুর আলম,চকরিয়াঃ
কক্সবাজারের চকরিয়ায় থানা পুলিশের অভিযানে চিহ্নিত চোলাইমদ তৈরি কারখানার মালিক ও মাদক মামলার পলাতক আসামী কমল কর (৩২)গ্রেপ্তার করেছে থানা পুলিশ।গ্রেফতার হওয়া কমল কর চকরিয়া পৌরসভার ৪নম্বর ওয়ার্ডের ভরামুহুরীস্থ হিন্দু পাড়া এলাকার নিরন্জন করের পুত্র।ধৃত মাদককারবারী বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রয়েছে।শনিবার দিবাগত রাতে থানা পুলিশের একটি টীম গোপন সংবাদের তাকে পৌরসভার ভরামুহুরী এলাকা থেকে গ্রেপ্তার করেছে।
পুলিশ সুত্রে জানা গেছে,সম্প্রতি সময়ে থানা পুলিশের একটি টীম মাদক বিরোধী অভিযান চালিয়ে চকরিয়া পৌরসভার ৪নম্বর ওয়ার্ডস্থ ভরামুহুরী হিন্দু পাড়া এলাকায় মদের কারখানা থেকে ৭০০ লিটার দেশীয় তৈরি চোলাইমদ উদ্ধার করে।পুলিশ এসময় মদ তৈরির নানা সরন্জামসহ মাদক তৈরি কাজে জড়িত নারীসহ দুই মাদক বিক্রেতাকে আটক করে।ওই ঘটনায় পুলিশ তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় ৫৩/২৮২ নং মাদক মামলা রুজু করে ধৃত আটকদের আদালতে প্রেরণ করে।ওই মাদক বিরোধী অভিযানে
মদ তৈরি কারখানার মালিক চিহ্নিত মাদক বিক্রেতা পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযানের দিন কমল কর সু-কৌসলে পালিয়ে যায়।থানার ওসি মো: বখতিয়ার উদ্দিন চৌধুরীর নির্দেশে শনিবার দিবাগত রাত্রে থানার উপপরিদর্শক(এস আই) আমিনুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভরামুহুরী এলাকা থেকে মাদককারবারী মূলহোতা কমল করকে গ্রেপ্তার করেছে।
এ ব্যাপারে চকরিয়া থানার অফিসার ইনচার্জ(ওসি) মো: বখতিয়ার উদ্দিন চৌধুরীর বলেন,থানার এস আই আমিনুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ নিয়ে মাদক বিরোধী অভিযানে চিহ্নিত পালাতক এক মাদককারবারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।ধৃত আসামীর বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে।তাকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।