প্রেস বিজ্ঞপ্তি :

গত শনিবার আনুস্টানিকভাবে দায়িত্ব হস্তান্তর করল যুক্তরাজ্যস্হ কক্সবাজার এসোসিয়েশনের নির্বাচিত নির্বাহী পরিষদের কাছে।উপদেষ্টা কমিটির চেয়ারম্যান ড: শাহেদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান ব্যারিষ্টার সরওয়ার কামাল, আব্দুল আওয়াল মামুন,ব্যারিষ্টার নুরুল গাফ্ফার,সদস্য সচিব এম.শফিউল্লাহ সহ বিশিষ্ট কমিউনিটি ব্যাক্তিদের উপস্হিতিতে লন্ডনের কলিংউডহলে অনাড়ম্বর অনুষ্টানের মাধ্যমে হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়।বিশিস্ট আলেম মাওলানা আব্দুল মোনিম চৌধুরীর পরিচালনায় মিলাদ ও দোয়া মাহফিল শেষে সভাপতি মহেশখালীর জনাব গিয়াস উদ্দিন ও সাধারণ সম্পাদক চকরিয়ার তরুণ রাজনীতিবিদ জনাব জামাল উদ্দিন মাহমুদ সহ ২১ সদস্য বিশিস্ট নির্বাহী পরিষদের নিকট দায়িত্ব হস্তান্তর করা হয়।

শিক্ষা,চিকিৎসা,অবকাঠামোগত উন্নয়ন,পিছিয়েপড়া দরিদ্র জনগোষ্টির ভাগ্য উন্নয়নের মাধ্যমে কক্সবাজারকে সত্যিকারের আন্তর্জাতিকমানের পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে কাজ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন নির্বাহী পরিষদ।দেশ-বিদেশে অবস্হানরত সর্বস্তরের প্রিয় কক্সবাজারবাসী, প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল সহ সকলের সহযোগিতা প্রত্যাশা করেন যেন প্রিয় কক্সবাজারের কল্যাণে যুক্তরাজ্যস্হ কক্সবাজার এসোসিয়েশন কাজ করতে পারে।