রমজান মাসে সহজে পালনী কিছু আমল হলো-
-ক্রটিমুক্তভাবে রোজা পালন করা।
-সময়মেতা নামাজ আদায় করা।
-সহিহশুদ্ধভাবে কোরআন শেখা, তেলাওয়াত করা, মুখস্থ করার চেষ্টা করা, অপরকে কোরআন পড়া শেখানো এবং কোরআন বোঝা ও আমল করা।
-সময়ের মধ্যে একটু বিলম্বে সাহরি খাওয়া।
-তারাবির নামাজ আদায় করা। পারলে খতমে তারাবিতে অংশ নেওয়া।
-বেশি বেশি আল্লাহর নেয়ামতের শোকরিয়া আদায় করা।
-কল্যাণকর কাজের পরিমাণ বাড়িয়ে দেওয়া।
-শেষ রাতে তাহাজ্জুদ নামাজ পড়া।
-বেশি বেশি দান-খয়রাত করা।
-উত্তম চরিত্র গঠনের অনুশীলন করা। এর অংশ হিসেবে নবী-রাসূলদের জীবনী পাঠ করা।
-রমজানের শেষ দশ দিন ইতিকাফ করা।
-দাওয়াতে দ্বীনের কাজ করা।
-সামর্থ্য থাকলে ওমরা পালন করা।
-লাইলাতুল কদর তালাশ করা।
-বেশি বেশি দোয়া ও কান্নাকাটি করা।
-সময়মতো ইফতার করা ও অন্যকে ইফতার করানো।
-বেশি করে তওবা ও ইস্তিগফার করা।
-যথাযথভাবে হিসাব করে জাকাত দেওয়া।
-ঈদের দিন ফিতরা দেওয়া।
-অপরকে খাবার খাওয়ানো।
-আত্মীয়তার সম্পর্ক উন্নীত করা, তাদের খোঁজ-খবর নেওয়া।
-আল্লাহর জিকির করা।
-মেসওয়াক করা।
-রমজানের বিশেষ তিনটি আমল হলো- ১. কম খাওয়া, ২. কম ঘুমানো ও ৩. কম কথা বলা। এসব মেনে চলা।
-সব ধরণের হারাম থেকে দূরে থাকা।
-চোখ, কান ও জবানের হেফাজত করা।