মোঃ নাছির উদ্দিন,রামু :

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার সার্কেলের ইনস্পেক্টর আব্দুল খালেক তালুকদার বলেন মাদকদ্রব্যের অপব্যবহার রোধে জনসাধারণকে সচেতন থাকার জন্য সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।মাদকদ্রব্যের ব্যাপক প্রসার লাভ করার ফলে এদেশের যুব সমাজ তথা বিভিন্ন পেশার জনগোষ্ঠীকে মাদকাসক্ত করে তুলছে।যার ফলে ধ্বংস হচ্ছে অনেক পরিবার।ক্ষতিগ্রস্থ হচ্ছে সামাজিক বন্ধন ও রাষ্ট্রীয় উন্নয়ন।তাই শিক্ষার্থীদের মাদকদ্রব্যের কুফল সম্পর্কে আরও সচেতন ভূমিকা রাখতে হবে।জোয়ারিয়ানালা এইচ.এম.সাঁচি উচ্চ বিদ্যালয়ে মাদকবিরোধী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।রবিবার (২৭মে) বেলা ১২ টার সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম. আজিজুল হক সিকদারের সভাপতিতে বিদ্যালয়ের মিলনায়তনে এ সভা অনুষ্টিত হয়।এসময় উপস্থিত ছিলেন মাদ্রকদ্রব্য নিয়ন্ত্রণ অদিধপ্তরের কর্মকর্তা জ্ঞান দত্ত চাকমা,মোঃ হুমায়ুন কবীর,বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বোরহান উদ্দিন,ফরিদুল আলম,মোঃ নাছির উদ্দিন,আবুল হোসেন,মিঠুন বড়–য়াসহ বিদ্যালয়ের প্রায় পাঁচশত শিক্ষার্থী উপস্থিত ছিলেন।এর আগে বেলা ১১টার সময় জোয়ারিয়ানালা বালিকা উচ্চ বিদ্যালয়েও মাদ্রকবিরোধী আলোচনা সভা অনুষ্টিত হয়েছিল বলে জানান ইনস্পেক্টর আব্দুল খালেক তালুকদার।