নুসরাত পাইরিন :
কক্সবাজার সদরের ঐতিহ্যবাহী খরুলিয়া বাজার এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অাজ ২৭ মে  মোবাইল কোর্ট পরিচালনা করেন কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নোমান হোসেন প্রিন্স।

পবিত্র মাহে রমজান উপলক্ষে  মূলত খাদ্যে ভেজাল প্রতিরোধ, সঠিক মাপ ও পরিমাণ নিশ্চিত সহ দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে স্থানীয় জনসাধারণ এবং বাজার ব্যবসায়ী কে সচেতন করার লক্ষে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়।

দেশের সকল বাজার এ সরকার কর্তৃক ডিজিটাল পরিমাপক যন্ত্র বাধ্যতামূলক করা হলে ও খরুলিয়া বাজারের অধিকাংশ ব্যবসায়ী সনাতনী পরিমাপক যন্ত্র বা দাঁড়িপাল্লা ব্যবহার করে অাসছেন। এমতাবস্থায় অধিকাংশ ব্যবসায়ী কে সতর্ক করা হয় এবং তাৎক্ষণিক বেশ কিছু সনাতনী পরিমাপক যন্ত্র বা দাঁড়িপাল্লা জব্দ পূর্বক নষ্ট করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনায় স্থানীয় জনসাধারণ, জনপ্রতিনিধি, ব্যবসায়ীবৃন্দ, সাংবাদিকবৃন্দ সহ অাইন শৃংখলা বাহিনী সর্বাত্মক সহযোগিতা করেন।

পবিত্র মাহে রমজান উপলক্ষে কক্সবাজার সদর এ এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নোমান হোসেন প্রিন্স।