তাজুল ইসলাম পলাশ,চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রামে আরাফাত হোসেন হত্যা মামলার প্রধান আসামি মো.আরমানকে গ্রেফতার করেছে পুলিশ।  শনিবার ভোর ৪টার দিকে চান্দগাঁও থানার সিএন্ডবি এলাকা থেকে পুলিশ তাকে আটক করে। চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে থানার একটি দল অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়েছে। তাকে জিঙ্গাসাবাদ করা হচ্ছে। আশা করি খুনের রহস্য উন্মোচন হবে। আরমানের দেওয়া তথ্য বেরিয়ে আসতে পারে আসল ঘটনা। গত ২১ মে সোমবার (২১ মে) ইফতারের পর প্রতিদিনের মতো সেখানে ব্যায়াম করতে যান তিনি। ওই জিমের কেয়ারটেকার আরমানের সঙ্গে আগে থেকে বিরোধ ছিল তার। ব্যায়াম শেষে চলে যাওয়ার সময় মোহরা রাস্তার মাথা এলাকায় আরমান তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। খবর পেয়ে চান্দগাঁও থানা পুলিশ গুরুতর আহত আরাফাতকে উদ্ধার করে রাত ৯টার দিকে চমেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ওই দিন রাতে চান্দগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। বডিবিল্ডার আরাফাতের মা গুলজার বেগম বাদি হয়ে মামলাটি দায়ের করেন। জিমনেসিয়াম কেয়ারটেকারের ছুরিকাঘাতে আরাফাত নিহত হয়েছে বলে অভিযোগ রয়েছে। মামলায় জিমনেসিয়াম কেয়ারটেকার মো. আরমানকে প্রধান আসামি করা হয়েছে বলে জানালেও বাকি আসামিদের নাম জানাতে পারেনি পুলিশ।