গত ২৫ মে ইউএনডিপি নিউজ ডট কম নামের একটি অনলাইন পত্রিকায় ও সামাজিক যোগাযোগ মাধ্যম ২টি ফেসবুকে চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাটে এক ইয়াবা ব্যবসায়ী প্রশাসনের ধরা ছোয়ার বাইরে শীর্ষক প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টি গোচর হয়েছে।

সংবাদে ইয়াবা ব্যবসার মত জঘন্য অপরাদের অপবাদ দিয়ে আমার বিরুদ্ধে যে সব কথা উল্লেখ করা হয়েছে। তা সাজানো গল্প ছাড়া আর কিছুই নয়। সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। প্রকৃত ঘটনা হচ্ছে আমার গ্রামের এক ব্যক্তি আমাদের এলাকার মসজিদের ক্যাশের দায়িত্ব পালন করে দীর্ঘদিন ধরে। এ সুবাদে তিনি মসজিদের বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ করে। এ ঘটনায় বর্তমান মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আমার বড় ভাই সহ কমিটির অন্যান্য সদস্যরা মসজিদের এসব টাকা ফেরত দিতে আত্মসাৎকারী ওই ব্যক্তিকে বলেন। কিন্তু তিনি মসজিদের টাকা ফেরত না দিয়ে বিষয়টি বার-বার এড়িয়ে যান। এতে মসজিদের টাকার জন্য তার সাথে মসজিদ সভাপতি আমার বড় ভাইয়ের সাথে কথা কাটা কাটি হয়। এ ঘটনায় তিনি মসজিদের টাকা আত্মসাৎকারী ব্যক্তি ক্ষিপ্ত হয়ে ঘটনাকে অন্যদিকে প্রবাহিত করতে ও আমার পরিবারের শুনাম ক্ষুন্ন করতে তার পুত্র বি.এন.পি নেতা মালয়েশিয়া প্রবাসী সায়েদ হোসেন ইমনকে দিয়ে আমার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অনলাইনে নানান অপ প্রচার চালাচ্ছে। এলাকায় আমার পরিবারের শুনাম রয়েছে। আমি স্থানীয় মালুমঘাট বাজারে ১টি টেইলার্স ব্যবসা করে পরিবারের সদস্যদের নিয়ে কোন রকমে জীবিকা নির্বাহ করে আসছি। আমরা কোন ধরণের অপরাধ কাজে জড়িত নই। তাই আমি উক্ত প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি উক্ত সংবাদের প্রতি বিভ্রান্ত না হওয়ার জন্য প্রশাসন সহ সকল মহলকে অনুরোধ জানাচ্ছি।

প্রতিবাদকারী

মোঃ নজরুল ইসলাম

পিতা- মরহুম মনির আহামদ

সাং- মৌলভীকাটা (৩নং ওয়ার্ড),

ডুলাহাজারা, চকরিয়া, কক্সবাজার।