প্রেস বিজ্ঞপ্তি:
মাদকমুক্ত সমাজ, পেশীশক্তি ও সন্ত্রাসমুক্ত রাজনীতি হলে জনগণ সুফল পাবে। গতকাল চকরিয়া লেখক সমাজের উদ্যোগে আয়োজিত ইফতার ও আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামীলীগের সহসভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম এ কথা বলেন।
চকরিয়া পৌরশহরের ধান সিড়ি রেষ্টুরেন্ট হলরুমে অনুষ্টিত উক্ত ইফতার ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাংবাদিক একে এম নাছির উদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে রেজাউল করিম আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখহাসিনার নেতৃত্ব বাংলাদেশে অভাবনীয় উন্নতি হয়েছে। অভাব অনটন মোকাবেলা করে দরিদ্র জজনগোষ্টী সুখেশান্তিতে দিনযাপন করছে। তিনি বলেন, বাংলাদেশ বিশ্বের অনেক দেশ জনেনত্রীর শেখহাসিনার মডেল অনুকরণ করার সিদ্ধান্ত নিয়েছে। এ অবস্থায় দেশকে আর পিছিয়ে পরতে দেওয়া যাবেনা। সমৃদ্ধির এসময়ে দেশকে মাদকমুক্ত করে মেধাবী ও সৃষ্টিশীল নবনেতৃত্বের কাছে দেশের ভার তোলে দিতে মাদক বিরোধী অভযানকে সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানাতে দেশবাসীর প্রতি আহবান জানান তিনি।অনুষ্টানে বক্তব্য রাখেন, প্রবীন রাজনীতি বিদ এডভোকেট মমতাজুল ইসলাম, জেলা আওয়ামীলীগ সদস্য সাবেক চেয়ারম্যান এ টি এম জিয়া উদ্দিন চৌ জিয়া, মিজানুর রহমান, উম্মে কুলসুম মিনু, সাবেক ছাত্রনেতা এডভোকেট লুৎফুল কবির, চেয়ারম্যান মহসিন বাবুল, জেলাপরিষদ প্যানেল চেয়ারম্যান জাহেদুল ইসলাম লিটু, মুক্তিযোদ্ধা মাস্টার মো: আলী, অধ্যক্ষ ফরিদ উদ্দিন চৌধুরী, সাংবাদিক জিহরুল ইসলাম, মাঃ আবদুল কুদ্দুস আনোয়ারি, সাংবাদিক মেজবাউল হক, কৃষক নেতা আব্দুল্লাহ আল ফারুক লুটাশ, ছাত্রনেতা শাকিব হাসান, আব্দুল্লাহ আনাছ, রিয়াজ উদ্দিন বাপ্পী, আবুনঈম, আকিব হোসেন সজিব প্রমূখ।