দীপন বিশ্বাস:
উখিয়ায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে মেয়াদউত্তীর্ণ ভেজাল দ্রব্যসামগ্রী ও নকল কসমেটিক্স নিষিদ্ধ ঔষধ রাখার দায়ে দুই ব্যবসায়ীকে অর্ধলাখ টাকা জরিমানা করেছে। এসময় মেয়াদউত্তীর্ণ দ্রব্য সামগ্রী জনসম্মুখে ধ্বংস করা হয়। উখিয়ার ব্যস্ততম এলাকা কোটবাজার ষ্টেশনে শুক্রবার (২৫ মে) দুপুরের দিকে এ অভিযান চালানো হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী উখিয়া সহকারী কমিশনার (ভূমি) একরামুল ছিদ্দিক জানিয়েছেন, উখিয়ার কোটবাজার ষ্টেশনে নকল কসমেটিক্স নিষিদ্ধ ঔষধ রাখার দায়ে নুর মোহাম্মদ এর দোকানে অভিযান চালিয়ে ৩০ হাজার টাকা ও পচা, বাসি কেক, দই রাখার অপরাধে মিষ্টিবনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় নকল ঔষধ ও ভেজাল খাদ্যদ্রব্য জনসম্মুখে ধ্বংস করা হয়।

তিনি আরো জানান, জনকল্যাণে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।