প্রেস বিজ্ঞপ্তি :

বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজের কেন্দ্রীয় সহ-সভাপতি ও কক্সবাজার জেলা সভাপতি হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর বলেছেন, মাহে রমযান সকল জুলুম- বঞ্চনার অবসান ঘটিয়ে ইনসাফভিত্তিক আদর্শ সমাজ গড়ার শিক্ষা দেয়। এ মহান শিক্ষায় উদ্ধুদ্ধ হয়ে সকল অন্যায়-অনাচারের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে। সেই সাথে বিশ্বব্যাপী মুসলিম উম্মাহর ওপর চলমান জুলুম -নির্যাতনের বিরুদ্ধে গড়ে তুলতে হবে দূর্বার প্রতিরোধ। তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজ রামু উপজেলার চাকমারকুল ইউনিয়ন শাখা আয়োজিত মাহে রমযানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

৭ রমযান, ২৪মে, বৃহস্পতিবার অস্থায়ী কার্যালয়ে এ পবিত্র আয়োজনে সভাপতিত্ব করেন, ইউনিয়ন সভাপতি মুহাম্মদ অলি উল্লাহ। এতে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নেজামে ইসলাম পার্টির নেতা মাওলানা হুমায়ুন কবির, রামু উপজেলা ইসলামী ছাত্রসমাজের সাবেক সাংগঠনিক সম্পাদক মাওলানা হাফেজ হুমায়ুন কবির, বর্তমান উপজেলা সভাপতি মুহাম্মদ দিদারুল আলম, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আব্দুল করিম।

ইউনিয়ন সাধারণ সম্পাদক মুহাম্মদ জুনাইদের সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ মোরশেদ হোসাইন। শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন, মুহাম্মদ শওকত ওসমান। আলোচনায় অংশনেন, চাকমারকুল ইউনিয়ন সহ-সভাপতি মুহাম্মদ আব্দুল ওয়াদুদ, খুনিয়া পালং ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ নোমান, পিএমখালী ইউনিয়ন প্রচার সম্পাদক মুহাম্মদ আশিকুর রহমান, চাকমারকুল ইউনিয়ন যুগ্ম সম্পাদক মোহাম্মদ হোসাইন, রাজারকুল ইউনিয়ন পাঠাগার সম্পাদক মুহাম্মদ শফিউল্লাহ, প্রচার সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ। মাহফিলে বক্তারা বলেন, তাকওয়া অর্জনের সাধনাই রমযানুল মোবারকের মুল তাৎপর্য।

এই মহান লক্ষ্যে ইসলামী ছাত্রসমাজ প্রতিষ্ঠাকাল থেকে তাকওয়াবান আদর্শ, নিবেদিতপ্রাণ, যোগ্য নাগরিক গড়ার মিশন অব্যাহত রেখেছে। বক্তারা একনিষ্ঠভাবে সিয়াম সাধনার মাধ্যমে পরিশুদ্ধ আত্মা ও সমাজ গঠনে ব্রতী হওয়ার জন্য মুমিন-মুসলমানদের প্রতি আহ্বান জানান। শেষে মুসলিম উম্মাহর কল্যাণ, দেশ ও জাতির শান্তি -সমৃদ্ধি কামনায় বিশেষ মুনাজাত করা হয়।