মো. নুরুল করিম আরমান, লামা:

বান্দরবানের লামা উপজেলায় দেশিয় তৈরি চোলাই মদসহ মায়াবা বেগম (৪০) নামের এক নারী পাচারকারীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকালে শহরের বাস স্টেশন থেকে তাকে আটক করা হয়। আটক মায়াবা বেগম কক্সবাজার পৌরসভা এলাকার সমিতি পাড়ার বাসিন্দা নুর হোসেনের স্ত্রী বলে পুলিশকে জানিয়েছে।

সূত্র জানায়, গাড়ি যোগে লামা উপজেলা থেকে চোলাই মদ পাচার হচ্ছে; এমন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে থানা পুলিশের উপ-পরিদর্শক কৃষ্ণ কুমার দাশের নেতৃত্বে সঙ্গীয় সদস্যরা বাস স্টেশনে অভিযান চালায়। এ সময় জীপ কাউন্টারস্থ একটি জীপ গাড়ি (ঢাকা ল- ৩৫৭৪) থেকে সন্দেহভাজন যাত্রী মায়াবা বেগমকে আটক করেন। এক পর্যায়ে মায়াবা বেগমের দেহ ও ব্যাগে তল্লাশী চালিয়ে ৭টি প্লাষ্টিকের বোতল ভর্তি ১১ লিটার চোলাই মদ উদ্ধার করে পুলিশ।

মদসহ নারী পাচারকারী আটকের সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা অপ্পেলা রাজু নাহা বলেন, আটকের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।