সিবিএন:
কক্সবাজার টেকনাফে আড়াই লাখ ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। ওই সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ৪ জন পাচারকারী পালিয়েগেছে। বুধবার দিনগত মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে মেরিন ড্রাইভ সড়কের হাবিরছড়া ঘাট থেকেেএসব উদ্ধার করা হয়।
পলাতক পাচারকারীরা হলেন,হাবিরছড়ার শাকের (২৫) ও  আব্দুল মতলব (৩৭) এবং রাজারছড়ার(৩) আব্দুল গফুর (৪২) ও তুলাতলীর (৪) মো বশর।
টেকনাফ থানার ওসি  রনজিত কুমার বড়ুয়া জানান, পলাতক ৪ আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রজু করা হচ্ছে।