রিয়াজুল হাসান খোকন ,বাহারছড়া , টেকনাফ :

টেকনাফ বাহারছড়ার শামলাপুর – হোয়াইক্যং সড়কে একটি পাথরবাহী ট্রাকের ভারে ধসে পড়েছে একটি কালভার্ট। ২৩ মে দুপুর ২ ঘটিকার সময় এ ঘটনা ঘটে, তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়,  পাথর বোঝাই চট্রমেট্রো ১১-৫৬১৬ ট্রাক গাড়িটি হোয়াইক্যং থেকে শামলাপুর আসছিল । ট্রাকসহ কালভার্টটি ধসে পড়ায় শামলাপুর -হোয়াইক্যং সড়কে যাতায়াতে সরাসরি যোগাযোগ বন্ধ রয়েছে। এতে হোয়াইক্যং থেকে শামলাপুর বাজারে আসা অনেক নিত্যপণ্যের বিভিন্ন দ্রব্যের গাড়ি আটকা রয়েছে । স্থানীয়  ব্যবসায়ীরা জানান ,বাহারছড়ার শামলাপুর -হোয়াইক্যং সড়কে এই কালভার্টটি ধসে পড়ার আগেও অত্যন্ত নড়বড়ে ছিল । বেশী ওজনের মালনিয়ে ট্রাকটি কালভাটে ওটার সাথে সাথে ধ্বসে পড়ে।

সরেজমিনে দেখা যায়,  শামলাপুর হোয়াইক্যং সড়কে কালভার্ট গুলো নড়বড়ের সাথে সাথে রাস্তার মধ্যেও তৈরি হয়েছে অনেক বড় বড় গর্ত ।  এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে টেকনাফ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মৌলভী রফিক উদ্দীন জানান ধসে পড়া কালভার্ট থেকে গাড়িটি তুলে শ্রীঘ্রই কালভার্টটি সংস্কার করা হবে।