বিকাশ (bKash) ও রকেট (ROCKET) ব্যাঙ্কের শাখা ছাড়াই ব্যবহার্য এক একটা ব্যাংকিং মাধ্যম । ব্রাক ব্যাঙ্কের ব্যাংকিং মাধ্যম বিকাশ । শুধু বাংলাদেশী নাগরিকরা বিকাশ ব্যবহার করতে পারে । ব্রাক ব্যাঙ্কে অ্যাকাউন্ট না থাকলেও বাংলাদেশী গ্রামীণফোন, বাংলালিঙ্ক সিম দ্বারা বিকাশ অ্যাকাউন্ট এজেন্টের কাছে খোলা যায় । তারপর বিকাশে টাকা লোড করে টাকা লেনদেন করা যায় । একই সুযোগ ডাচ বাংলা ব্যাঙ্কের রকেট মাধ্যম । তবে ভারত থেকে বাংলাদেশে বিকাশ অথবা রকেট দ্বারা টাকা লেনদেন করা যায় না । সংবাদ ও সাহিত্য-প্রিয় মানুষ হিসেবে অনেক সময় তথ্য ও প্রবন্ধ বিষয়ক বই, পত্রিকা সংগ্রহ করতে বা কেনার জন্য বাংলাদেশে পঞ্চাশ, একশ, দুশো টাকা পাঠানো অসম্ভব হয়ে যায় । কারণ ভারত ও বাংলাদেশের ডাক বিভাগের করুণ দশা । ভারত থেকে বাংলাদেশে মানি অর্ডার করা অথৈজলে ! ভারতের মতোই বাংলাদেশ ধীরে ধীরে ডিজিটাল হচ্ছে । ডাক বিভাগের মানি অর্ডার মাধ্যমকে টেক্কা দিয়ে আধুনিক ইন্টারনেট প্রযুক্তি যুগে বিকাশ ও রকেট সহজেই চালু করা যায় । তাই ভারত সরকার সহ বাংলাদেশ প্রধানমন্ত্রী মাননীয়া শেখ হাসিনার কাছে আবেদন ভারতে বিকাশ ও রকেট চালু করা হোক ।

– মুন্সি দরুদ

কাজীপাড়া

জেলা – বীরভূম , পশ্চিমবঙ্গ

২২-০৫-১৮