মো: গোলাম মোস্তফা ( দুঃখু )

আমায় একটি রাত দেবে?
যে রাতে কথা বলবো,
না বলা অনেক গল্প।

এইতো সেদিন মনে হলো!
আমাকে বাঁচতে হবে,
তোমার সুখের জন্য।

কতো গুলো দিন চলে গেলো,
তোমায় না দেখে।
কেমন আছো তুমি?
ভালো আছো তো,
তোমার দিন দুপুরের গল্পের সাথে।

আমার বেলা যায়,
তোমার ভাবনার সাথে কথা বলে।
কি গো কথা বলছো না কেন ?

রাতে অন্ধকারে তুমি আলো,
তোমার ছবি আমার চোখ।
ভয় করে আগের মতো,
তোমার শরীর ব্যথার!
কথা যখন মনে পড়ে।

তোমার ব্যথা হলে,
শক্ত করে আমার হাতটা ধরতে তুমি।
তখন পৃথিবীর সকল শক্তি,
আমায় বলে পাশে আছি
ভয় পেয়ো না তোমরা ।

রাত হলে কথা বলি,
তোমার কল্পনার ছবিতে।
তুমি হয়তো ঘুমিয়ে পড়ো,
আমার ভাবনার কল্পনাতে ।

আমায় একটি দিন দেবে?
তোমার হাসি মুখ দেখার জন্য ।
হৃদয় ঘরে স্বপ্ন দেখবো,
তোমার হাসি নিয়ে ।

আমায় একটি জানালা দেবে?
যে জানালা দিয়ে,
তোমার প্রিয় আকাশ দেখবো।
আমার বিদায় বেলা,
একটি ঘর দেবে?
যে ঘরে তোমার ছবি আঁকবো।

হৃদয় কান্না শব্দ করে না,
সে বিশাল সাগর তৈরী করে।
নিজের কষ্টের বেদনা গুলো কে,
ভাসিয়ে ভাসিয়ে ঢেউয়ের নাচন তুলে!
মানুষের আনন্দের জন্য ।

ভালো থেকো তোমার সুখের বাগানে,
আমি বিদায় নিলাম
তোমার কল্পনার বাগান থেকে।

কখনো যদি ডাকো আমায়!
আমি আসবো আকাশ থেকে,
বৃষ্টির কান্না হয়ে ।

লেখক:বিতার্কিক-শিক্ষার্থী, সাংবাদিকতা বিভাগ, পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, খুলশী, চট্টগ্রাম।