প্রেস বিজ্ঞপ্তি:

জীববৈচিত্র সংরক্ষণের ২৫ বছর এবারের প্রতিপাদ্য বিষয় সামনে রেখে কক্সবাজারের টেকনাফে আন্তর্জাতিক জীববৈচিত্র দিবস পালিত হয়েছে। ২২ মে মঙ্গলবার দুপুর ১২ টার দিকে আন্তর্জাতিক জীববৈচিত্র দিবস উপলক্ষ্যে আলোচনা সভা উপজেলা মিলনাতনে টেকনাফ শীলখালী রেঞ্জ কর্মকর্তা মোঃ মঈনুল ইসলামের সভাপতিত্বে ও ক্রেল প্রকল্প কর্মকর্তা মোঃ মোজাহিদ উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত হয়।

এ দিবসের আয়োজন করে টেকনাফ সহ-ব্যবস্থাপনা কমিটি, টেকনাফ, কক্সবাজার দক্ষিণ বনবিভাগ। সহযোগীতায় ইউএসএইড’র ক্লাইমেট-রেজিলিয়েন্ট ইকেসিস্টেম এন্ড লাইভলিহুডস (ক্রেল) প্রকল্প। এতে প্রধান অতিথি উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রবিউল হাসান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার শ্রুতি পূর্ণ চাকমা,টেকনাফ বনবিভাগের (ভারপ্রাপ্ত) রেঞ্জ কর্মকর্তা সাজ্জাদ হোসেন, পৌরসভার মহিলা কাউন্সিলর নাজমা আলমসসহ টেকনাফ ও শীলখালী সিএমসি, গ্রাম সংরক্ষণ দল, বনপাহারা দল ও ক্রেল প্রকল্পের কর্মীরা উপস্থিত ছিলেন।