মোঃ জয়নাল আবেদীন টুক্কু, নাইক্ষ্যংছড়ি:

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ২৪/৭ (সার্বক্ষনিক) স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় দূর্গম জনপদে মায়েদের প্রসব সেবা বৃদ্ধির লক্ষ্যে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ২৪ ঘন্টা স্বাভাবিক প্রসব সেবা প্রদানে জোরদার ও জনপ্রতিনিধিদের সম্পৃক্ততা বৃদ্ধি সহ স্বাস্থ্য বিষয়ে ব্যাপক আলোচনা হয়। সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনএফপিএ’র সহযোগীতায় এমসিএইচ সার্ভিসেস
ইউনিট এর ব্যবস্থাপনায় অনুষ্ঠিত কর্মশালাটি পরিচালনায় ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় নাইক্ষ্যংছড়ি। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা দ্বিতীয় ময় চাকমার স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে কর্মশালা সুচনা হয়। বান্দরবান জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক ডা: অংছালু মার্মার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) কামাল উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (এমসিএইচ) পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক ডা: ফাহমিদা সুলতানা, বান্দরবান জেলা কনসালটেন্ট ডা: নুরুচ্ছফা, নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম সরওয়ার কামাল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু জাফর মোহাম্মদ সেলিম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু আহমেদ, সমন্বিত সমাজ উন্নয়ন উপজেলা কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হামিদা চৌধুরী, উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক মোঃ ইমরান, সদর ইউপি চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী, ঘুমধুম ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ, সোনাইছড়ি ইউপি চেয়ারম্যান বাহান মার্মাসহ। বিভিন্ন সরকারী দপ্তর ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।