”লিগ্যাল নোটিশ”

প্রকাশ: ২১ মে, ২০১৮ ০৯:৫৬ , আপডেট: ২১ মে, ২০১৮ ০৯:৫৭

পড়া যাবে: [rt_reading_time] মিনিটে


“১৮৮১ সনের এন.আই.এ্যাক্টের ১৩৮ ধারার বিধান মতে লিগ্যাল নোটিশ”

প্রাপক:
মো: ফিরোজ পিতা-মৃত আবু বক্কর ছিদ্দিক
সাং কুলিয়াপাড়া,ডাকঘর-খুরুশকুল,উপজেলা ও জেলা-কক্সবাজার।
——————- নোটিশ গ্রহীতা।
প্রেরক:
মো: ফিরোজ শাহ্ পিতা-মৃত শাহ্ আলম
সাং উত্তর তারাবনিয়ারছড়া, ৫নং ওয়ার্ড,কক্সবাজার পৌরসভা,
উপজেলা ও জেলা- কক্সবাজার।
এর পক্ষে-
আবুল কাশেম, এডভোকেট
জেলা ও দায়রা জজ আদালত,কক্সবাজার।
——————– নোটিশ দাতা।
জনাব,
আমি লিগ্যাল নোটিশ দাতা আমার উপরোক্ত মক্কেল কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত ও অনুরুদ্ধ হইয়া এই মর্মে আপনি লিগ্যাল নোটিশ গ্রহীতাকে জানাইতেছি যে, আমার মক্কেল ও আপনি নোটিশ গ্রহীতা পরস্পর বন্ধুত্ব সম্পর্ক ছিল। সেই সুবাদে আমার মক্কেল ও আপনি নোটিশ গ্রহীতা একই সঙ্গে জায়গা জমির ব্যবসা বাণিজ্য পরিচালনা করিয়া আসিতেছিলেন। আমার মক্কেলের প্রদত্ত ব্যবসায়িক টাকা-পয়সা আপনি নোটিশ গ্রহীতার নিকট জমা থাকিত এবং জমির ব্যবসার টাকা পয়সা আপনি নোটিশ গ্রহীতা লেনদেন করিতেন। আপনাদের ব্যবসায়িক হিসাব নিকাশ শেষে আমার উপরোক্ত মক্কেল আপনি নোটিশ গ্রহীতার নিকট হইতে মং-৫৩,০০,০০০/-(তিপ্পান্ন লক্ষ) টাকা পাওনা থাকিলে আপনি নোটিশ গ্রহীতা সাক্ষীগণের সম্মুখে বিগত ২০/০৫/১৮ইং তারিখের আরব বাংলাদেশ ব্যাংক,কক্সবাজার শাখার আপনার নামীয় হিসাব নং ৪১০৮-৬০৩৪৯৫-৩০০ যাহার ইস্যূকৃত ৩৫৩৫২৪১ নং চেকে ৫৩,০০,০০০/-(তিপ্পান্ন লক্ষ) টাকা লিপি করিয়া আমার মক্কেলের বরাবরে একখানা চেক প্রদান করেন। আমার মক্কেল আপনার প্রদত্ত চেকখানা বিগত ২০/০৫/২০১৮ইং তারিখ ইউনিয়ন ব্যাংক লিমিটেড,কক্সবাজার শাখায় তাহার হিসাব নাম্বারে জমাদানের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যাংকে কালেকশনের জন্য প্রেরণ করিলে সংশ্লিষ্ট ব্যাংক কতৃপক্ষ আপনার ব্যাংক হিসাব ঈষড়ংবফ এবং অপর্যাপ্ত তহবিলের কথা উল্লেখ করিয়া চেকটি ডিসঅনার করিয়া ফেরৎ প্রদান করেন। এক্ষুনে আমার মক্কেল আশা পোষণ করেন যে, আপনি নোটিশ গ্রহীতা অত্র নোটিশ প্রাপ্তির ৩০(ত্রিশ) দিনের মধ্যে আমার মক্কেলের চেক বাবদ প্রাপ্য মং-৫৩,০০,০০০/-(তিপ্পান্ন লক্ষ) টাকা পরিশোধ করিয়া ফেলিবেন। অন্যথায় আমার মক্কেল আপনি নোটিশ গ্রহীতার বিরুদ্ধে আপনার ব্যাংক হিসাবে অপর্যাপ্ত তহবিলের কথা জেনে ও তা গোপন করিয়া শঠ ও প্রতারণার আশ্রয় গ্রহণ করতঃ আমার মক্কেল বরাবরে মং ৫৩,০০,০০০/-(তিপ্পান্ন লক্ষ) টাকার চেক প্রদান করেন। যাহা পরবর্তীতে ব্যাংক কর্তৃক ডিসঅনার হওয়ায় আপনি নোটিশ গ্রহীতার বিরুদ্ধে ১৮৮১ সনের এন.আই.এ্যাক্টের ১৩৮ ধারার অপরাধে (সর্বশেষ সংশোধিত বিধান মতে) সর্বোচ্চ ০১(এক) বছর কারাদন্ড এবং চেকের তিনগুণ সমপরিমান টাকা অর্থ্যৎ (৫৩,০০,০০০ী৩)=১,৫৯,০০,০০০/-(এক কোটি উনষাট লক্ষ) টাকা আদায়ের জন্য উপযুক্ত আদালতে মামলা দায়ের করিতে বাধ্য হইবেন।
বিষয়টি অতীব জরুরী।
ধন্যবাদান্তে

(আবুল কাসেম)
এডভোকেট
জেলা ও দায়রা জজ আদালত,কক্সবাজার।

বিঃদ্রঃ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য অত্র লিগ্যাল নোটিশের জবাবের এক কপি আমার সেরেস্তারয় সংরক্ষিত থাকিবে।