এম.মনছুর আলম, চকরিয়া :

চকরিয়ায় থানা পুলিশ অভিযান চালিয়ে পৌরসভা এলাকা থেকে দেশীয় তৈরি ১৪০লিটার চোলাই মদ উদ্ধার করেছে।এ সময় পুলিশ মদ তৈরির উপকরণসহ বিভিন্ন সরঞ্জামাদি জব্ধ করে। অভিযানে মদ তৈরি ও বিক্রির অভিযোগে নারীসহ ২ব্যক্তিকে আটক করা হয়।শনিবার (১৯মে) রাত্রে চকরিয়া পৌরসভার ৪নম্বর ওয়ার্ডের ভরামুহুরীস্থ হিন্দু পাড়া এলাকায় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এ সব চোলাইমদ উদ্ধার করেছে।আটককৃতরা হলেন, পৌরসভার ভরামুহুরীস্থ হিন্দু পাড়া এলাকার মৃত নিরঞ্জন করের পুত্র বিমল কর (৪৫), ও তার ছোট ভাই কমল করের স্ত্রী পান্না কর (৩০)।

থানা সূত্রে জানা গেছে, চকরিয়া পৌরসভা ৪নম্বর ওয়ার্ডের ভরামুহুরী হিন্দু পাড়া এলাকায় শনিবার রাত্রে দেশীয় তৈরি চোলাইমদ বিক্রি ও তৈরি করার গোপন সংবাদ পেয়ে চকরিয়া থানার (ওসি) মো: বখতিয়ার উদ্দিন চৌধুরীর নির্দেশে থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: ইয়াসির আরাফাতের নেতৃত্বে থানার এস আই আমিনুল ইসলাম, এস আই রুহুল আমিন, এ এস আই পলাশ বডুয়া, আবদুল গফুর, কামাল হোসেন, নুরে আলম ও মিঠু রাণী পালের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ নিয়ে একটি টীম গোপন সংবাদের ভিত্তিতে  অভিযান পরিচালনা করে।অভিযানকালে ওই এলাকা থেকে পুলিশ দেশীয় তৈরি ১৪০ লিটার চোলাই মদসহ মদের উপকরণ ও সরঞ্জামাদি উদ্ধার করে জব্ধ করেছে।এসময় মদ বিক্রি ও মদ তৈরি করায় জড়িত থাকার অভিযোগে নারীসহ ২ব্যক্তিকে আটক করে থানা পুলিশ।আটকদের বিরুদ্ধে থানায় সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।

এ ব্যাপারে চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, থানা পুলিশের একটি টীম শনিবার রাতে পৌরসভার ভরামুহুরী হিন্দু পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে প্রায় ১৪০লিটার মদ উদ্ধার করেছে।অভিযানে পুলিশ নারীসহ ২ব্যক্তিকে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করেন।এনিয়ে আটক মাদক বিক্রেতাদের বিরুদ্ধে থানায় সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।