নিজস্ব প্রতিবেদক :

নানা জল্পনা-কল্পনা শেষে আগামী দুবছরের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল- রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়ন শাখার নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

রামু উপজেলা ছাত্রদলের সভাপতি এইচএ মাসুদ ও সাধারণ সম্পাদক আনচারুল হকের যৌথ স্বাক্ষরে ৩১ সদস্য বিশিষ্ট অনুমোদন পাওয়া ওই কমিটিতে আনোয়ার হোসাইন শাহিন সভাপতি এবং মো.ছুরুত আলম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

গত ১২মে উপজেলা সভাপতি-সম্পাদক কমিটিটি অনুমোদন দিলেও শুক্রবার (১৮মে) তা প্রচার করেন। কমিটির বাকি সদস্যরা হলেন- সিনিয়র সহসভাপতি মো.আয়াত উল্লাহ, সহসভাপতি মো.বাহাদুর, তৌহিদুল ইসলাম, মিজানুর রহমান, আবজল রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, সহসাধারণ সম্পাদক ওয়াজেদ হোসেন রকি, শারেকুল হক টিপু, মুহাম্মদ শাহিন, সাংগঠনিক সম্পাদক ইরফান মো.সিফাত হিমু, সহ-সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান, মুহাম্মদ হামিদ, মুহাম্মদ ইউসুফ, প্রচার সম্পাদক মো.মামুন. সহ-প্রচার সম্পাদক আবুল মনসুর, দপ্তর সম্পাদক মো.ওবাইদুল্লাহ, সহ-দপ্তর সম্পাদক মোর্শেদুর রহমান, অর্থ সম্পাদক মুহাম্মদ রিদুয়ান, সহ অর্থ সম্পাদক আবুল মনসুর, মহিলা বিষয়ক সম্পাদক আসমা আক্তার, সহ মহিলা বিষয়ক সম্পাদক মাহবুবা বেগম, ক্রিড়া সম্পাদক মো. রুবেল, সহ-ক্রিড়া সম্পাদক মো.শাহাদাত, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো.আলী আজম, সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মতিউর রহমান, সদস্য আরিফুল ইসলাম, আবু নোমান ফয়সাল ও মঈনুদ্দীন জিহাদী।

এদিকে অত্যন্ত দক্ষ ও ক্লিন ইমেজের ছাত্রনেতা আনোয়ার হোসাইন শাহিন ও মো.ছুরুত আলমের নেতৃত্বে কচ্ছপিয়া ইউনিয়ন ছাত্রদলের নতুন কমিটি অনুমোদন দেওয়ায় কক্সবাজার ৩ আসনের জনপ্রিয় সাবেক সাংসদ, কেন্দ্রীয় বিএনপি নেতা লুৎফুর রহমান কাজল এবং উপজেলা সভাপতি-সম্পাদকের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তৃণমূলের নেতাকর্মীরা। পাশাপাশি জাতীয়তবাদী দলের অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা নবগঠিত এই কমিটি নিয়ে খুবই উৎফুল্ল।