ইমরান হোসাইন, পেকুয়া :

কক্সবাজারের পেকুয়ায় ভোগ্যপণ্যের ওজন কারচুপি, ভেজাল ও নিম্নমানের পণ্য বিক্রির বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৭মে) দুপুরে পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুল করিমের নেতৃত্বে পেকুয়া বাজারের বিভিন্ন মুদির ও মাছমাংসের দোকানে এ অভিযান পরিচালিত হয়। এসময় বিভিন্ন অভিযোগে ৫টি মুদির দোকান, ১টি মাংসের দোকান ও ৩টি মাছের দোকানকে ২৪হাজার পাঁচশ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

উক্ত অভিযানে পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম খান, পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান, স্যানিটারি ইন্সপেক্টর আব্দুল মালেক সহ একদল পুলিশ অংশ নেয়।

এদিকে রমজান মাসের শুরুতে বাজার মনিটরিংয়ে মাঠে নামায় স্থানীয় প্রশাসনকে সাধুবাদ জানিয়েছেন পেকুয়ার সচেতন মহল। তারা বলেন, পুরো রমজান জুড়ে ভোগ্যপণ্যের দাম স্থিতিশীল ও ভেজাল রোধে এ অভিযান অব্যাহত রাখা প্রয়োজন।