প্রেস বিজ্ঞপ্তি:

মাহে রমযানের পবিত্রতা রক্ষার দাবীতে কক্সবাজার শহরে স্বাগত মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজ কক্সবাজার জেলা শাখা। ১৫ মে (মঙ্গলবার) বাদে আছর মিছিলটি শহরের লালদিঘীর পাড় থেকে শুরু হয়েপ্রধান সড়কপ্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যদিয়ে সমাপ্ত হয়। মিছিলকালকারী নেতাকর্মীরা ‘আহলান সাহলান-মাহে রমযান’ ‘রমযানের পবিত্রতা রক্ষা কর-করতে হবে’ ইত্যাদি স্লোগানে রাজপথ মুখরিত করে তুলেন।

সংগঠনের জেলা সভাপতি ও কেন্দ্রীয় সহ-সভাপতি হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুরের সভাপতিত্বে মিছিলোত্তর সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি কক্সবাজার জেলা সভাপতি মাওলানা হাফেজ ছালামতুল্লাহ,প্রধান বক্তা ছিলেন, জেলা নেজামে ইসলাম পাটির সাধারণ সম্পাদক মাওলানা ইয়াছিন হাবিব। সংক্ষিপ্ত আলোচনা করেন, শহর নেজামে ইসলাম পাটির নেতা মাওলানা সাইফুল ইসলাম সাইফী, মাওলানা হাফিজ উদ্দীন, জেলা ইসলামী ছাত্রসমাজের সহ-সভাপতি মুহাম্মদ ইউছুফ মক্কী, সাংগঠনিক সম্পাদক ও রামু উপজেলা সভাপতি মুহাম্মদ দিদারুল আলম, রামু উপজেলার সাবেক সভাপতি মাওলানা জায়নুল আবেদীন, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আব্দুল করিম, অর্থ সম্পাদক মুহাম্মদ অলিউল্লাহ, শহর প্রতিনিধি মুহাম্মদ আব্দুল মজিদ, সদর উপজেলা প্রতিনিধি মুহাম্মদ রেজাউল করিম, খুনিয়া পালং ইউনিয়ন সভাপতি মুহাম্মদ জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মুহাম্মদ আতিকুর রহমান, চাকমারকুল ইউনিয়ন যুগ্ম সম্পাদক মুহাম্মদ হোসাইন, ঝিলংজা ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আনিছুর রহমান, পিএমখালী ইউনিয়ন প্রতিনিধি মুহাম্মদ আশেকুল ইসলাম, খুরশকুল ইউনিয়ন সভাপতি মাহামুদুল হাসান, সাধারণ সম্পাদক মুহাম্মদ নাছির উদ্দীন, ছাত্রনেতা মুহাম্মদ নুরুল আলম, সাঈদ হোসাইন, মুহাম্মদ নোমান, মুহাম্মদ শহীদ, সিরাজুল ইসলাম, এহসানুল হক, মুহাম্মদ রফিকুল ইসলাম প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, মাহে রমযানের পবিত্রতা রক্ষা করা এবং সিয়াম সাধনার মাধ্যমে আত্মিক পরিশুদ্ধি অর্জন পূর্বক আদর্শ সমাজ বির্নিমাণে ব্রতী হওয়া মুমিন-মুসলমানদের ঈমানী কর্তব্য। বক্তারা মাহে রমযানে যাবতীয় অশ্লীলতা-বেহায়াপনা বন্ধ করা, দিনের বেলায় হোটেল-রেস্তোরা বন্ধ রাখা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা, দ্রব্য মূল্যের উর্ধ্বগতিরোধ করার জোর দাবী জানান।