এস. এম. তারেক:
কক্সবাজার সদরের ঈদগাঁওতে মাধ্যমিক শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদের কার্যকরী কমিটির ১ম সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ মে বিকাল ৪টায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এস.এম. তারিকুল হাসান তারেক এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠন সম্পন্ন হয়। সংগঠনভূক্ত ৯টি বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীবৃন্দের মধ্যে মনোনীতরা হলেন যথাক্রমে সভাপতি ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের এস.এম. তারিকুল হাসান তারেক, সিনিয়র সহ-সভাপতি ভারুয়াখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের এনামুল হক ও ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের মিনুন্নাহার বেগম, সহ-সভাপতি ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতনের মোঃ নুরুল আমিন হেলালী, সচিব একই বিদ্যালয়ের নূরুল ইসলাম, যুগ্ম সচিব ভারুয়াখালী উচ্চ বিদ্যালয়ের আবদুল্লাহ ও চৌফলদন্ডী আদর্শ উচ্চ বিদ্যালয়ের অহিদ মুরাদ। অর্থ সম্পাদক হিসেবে পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের তপন কান্তি তালুকদার, সাংগঠনিক সম্পাদক গোমাতলী আদর্শ উচ্চ বিদ্যালয়ের নজরুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের আহমদ কবির, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাদেরুজ্জামান উচ্চ বিদ্যালয়ের মুফিদুল আলম, সাহিত্য, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক একই বিদ্যালয়ের হারুনুর রশিদ, সমাজ কল্যাণ সম্পাদক নাপিতখালী মাধ্যমিক বিদ্যালয়ের এস.এম. জাফর আলম ফারুকী, মহিলা বিষয়ক সম্পাদক হিসেবে ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের শ্রীমতি পূর্ণাম পাল, শিক্ষা ও গবেষণা সম্পাদক বুলবুল দাশ গুপ্ত, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নাদেরুজ্জামান উচ্চ বিদ্যালয়ের এস্ বিকাশ শর্মা পালন এবং দপ্তর সম্পাদক গোমাতলী আদর্শ উচ্চ বিদ্যালয়ের শাহ আলম মনোনীত হন। নির্বাহী সদস্য হিসেবে মনোনীতরা হলেন ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ সিরাজুল হক, নাপিতখালী মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বশির আহমদ, চৌফলদন্ডী আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মনজুর আলম, পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আবুল কাশেম বিটু ও ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোস্তাফিজুর রহমান। কার্যকরী পরিষদের সদস্য হিসেবে অপরাপর মনোনীতরা হলেন নাপিতখালী মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহকারী আবদুল কাদের, ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতনের ৪র্থ শ্রেণির কর্মচারী মোঃ সোলাইমান এবং ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের বাবুল কান্তি দাশ। সভায় ঈদ পরবর্তী অভিষেক ও পুনর্মিলন অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।