কামাল শিশির, রামু:
রামুতে দৈনিক কক্সবাজার ৭১পত্রিকা ৪র্থ বর্ষে পদাপর্ণ উপলক্ষে আলোচনা সভা ও শোভযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ১৪মে দুপুর ১২টায় রামু প্রেস ক্লাব চত্বরে রামু উপজেলা প্রতিনিধি কামাল শিশিরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন রামু উপজেলা আওয়ামীলীগের অর্থ সম্পাদক নুরুল ইসলাম সেলিম।

বিশেষ অতিথি ছিলেন- রামু উপজেলা প্রেস ক্লাব সভাপতি আবুল কালাম সিকদার, রামু উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ সহ-সভাপতি সিরাজুল ইসলাম, রামু হাসপাতাল স্বাস্থ্য পরিদর্শক বাবুল শর্মা।

বক্তব্য রাখেন- রামু প্রতিনিধি সুজন চক্রবর্তী,বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট রামু উপজেলা সাধারণ সম্পাদক বিবেকানন্দ, আর্ন্তজাতীক বিষয়ক সম্পাদক স্বপন শর্মা, প্রচার সম্পাদক সুনিল শর্মা ,ভূমি অফিস কর্মচারী সেলিম উদ্দিন, সাংবাদিক আমির হোসেন হেলালী, মাসেদুল হক আরমান, জাফর ইকবাল, ঈদগড় সাংবাদিক ও লেখক পরিষদের উপদেষ্টা বেদার মিয়া।

উপস্থিত ছিলেন,সনজিত শীল, টিটু মল্লিক, খোকন শর্মা, রুপন মল্লিক, ইব্রাহীম খলিলসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাধারণ জনতা।

বক্তারা বলেন,দৈনিক কক্সবাজার বর্তমানে গণ মানুষের দৈনিকে রুপান্তরিত হয়েছে। পুরো জেলায় ব্যাপক সুনামের সহিত কর্তব্যরত সাংবাদিকরা বস্তু নিষ্ট সংবাদ পরিবেশন করে চলছেন। তেমনি করে রামুর উন্নয়নেও ভূমিকা রাখছেন এ পত্রিকা। ভবিষৎে এ পত্রিকা গণ মানুষের সমস্যা তুলে আনবে।পাশাপাশি সম্প্রতি রামুর কর্মরর্ত সাংবাদিক আবদুল মালেক সিকদারের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানান এবং সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার পূর্বক আইনের আওয়াতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান দৈনিক কক্সবাজার একাত্তর পরিবার।