ডেস্ক নিউজ:
সরকারি চাকরিতে কোটা সংস্কার বিষয়ে প্রজ্ঞাপন জারির দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেন অবরোধ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বর্জনের কর্মসূচি হিসেবে সোমবার সকাল ৮টার দিকে বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেনটি ষোলশহর স্টেশনে পৌঁছালে শিক্ষার্থীরা রেললাইন অবরোধ করেন। এতে বন্ধ হয়ে পড়েছে ট্রেন চলাচল। বর্তমানে শিক্ষার্থীরা রেললাইনে বসে স্লোগান দিচ্ছেন।

জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন ষোলশহর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাকির হোসেন।

তিনি আরও বলেন, তাদের বুঝিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। স্টেশন চত্বরে পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।

আন্দোলনের বিষয়ে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ চবি শাখার প্রধান সমন্বয়ক আরজু চৌধুরী জাগো নিউজকে বলেন, প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আমরা ক্লাস বর্জন অব্যাহত রাখব।