ক্রীড়া প্রতিবেদক

শহরের ঐতিহ্যবাহী সামাজিক ক্রীড়ামূলক সংগঠন রাজধানী ফ্রেন্ডস সার্কেল আয়োজিত “জিয়া গেষ্ট ইন, নাভানা গ্যাস ও ডিভাইন পার্ক কমিউনিটি সেন্টার” রাখাইন ক্রিকেট লীগে দাপটের সাথে দ্বিতীয় জয় তুলে নিয়েছে স্বাগতিক হ্যাংগিং গার্ডেন। ১৩মে রবিবার সকালে কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে রানিং চ্যাম্পিয়ন রাখাইন ফেইসবুক ক্লাবকে ২৭ রানে হারায় স্বাগতিকরা। এতে ফাইনালের পথ আরো সুগম হয়েছে স্বাগতিকদের। ট্রসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিতে ভুল করেনি হ্যাংগিং গার্ডেনের দলনায়ক জ জ। নির্ধারিত ১৬ ওভারে ১৮০ রানের বিশাল টার্গেট ছুড়ে দেয় হ্যাংগিং গার্ডেন। দলের পক্ষে সানজু ৬১ রান, ওয়ানশে ৩৪ রান, উচ্য থেন ১৭ রান, আবুরী ১৬ ও জনি ১৫ রান করে। ফেইসবুক ক্লাবের আতারি ৩টি, অং মারমা ২টি, মংহ্লা ওয়ান ও উক্যমং চলং একটি উইকেট লাভ করে। ১৮০ রানের টার্গেট নিয়ে খেলতে নেমে শুরুটা ফেইসবুক ক্লাব দারুণ শুরু করলেও মধ্যভাগে থেমে যায় স্কোরের চাকা। পরে মিডল অর্ডারের মারমুখী ব্যাটিংয়ে জয়ের বন্দরে কাছাকাছি গিয়ে ওভার শেষ হওয়ায় হতাশায় ডুবায় ফেইসবুকারদের। দলের পক্ষে বু বু ৩০রান, মংহ্লা ওয়ান ২৯রান, ওয়ান শে ২০রান, নুইথেন চিং ১১রান ও অং মারমা ১৭ রান করে। স্বাগতিক দলের আবুরী ২টি, মং থেন হ্লা ২টি, সানজু ও অ জ একটি করে উইকেট লুফে নেয়। ৬১ রান ও ১টি উইকেট নিয়ে ম্যাচ সেরা হয় সানজু। পরে তাকে ম্যান অব দ্যা ম্যাচের ক্রেস্ট তুলে দেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অনুপ বড়–য়া অপু, রাখাইন ক্রিকেট লীগ-২০১৮ইং এর আহবায়ক সাংবাদিক এম.এ আজিজ রাসেল, সদস্য সচিব জ জ ও যুগ্ন সচিব জ জ ইয়ুদি। ১৪ মে সকাল সাড়ে ৯টায় লীগের ৫ম ম্যাচে মুখোমুখি হবে জুকার নাইন বনাম কক্সবাজার আইডিয়াল ক্লাব।