সিবিএন:
চকরিয়ার সবচেয়ে বড় বাজার বদরখালী বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের অন্তত অর্ধশতাধিক দোকান পুড়ে ছাই হয়েছে। শনিবার দিবাগত রাত সোয়া ২টার দিকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

দোকানে নিভাতে আসতে দেরি হওয়ায় ক্ষুব্ধ জনতা ফায়ার সার্ভিসের লোকজনের উপর হামলা করেছে। এতে সাতজন ফায়ার সার্ভিস কর্মী হয়েছে। ভাংচুর করা হয় গাড়িসহ সরঞ্জামাদি।

স্থানীয় সূত্র মতে, হঠাৎ আগুন ধরে গিয়ে তা মুহূর্তের মধ্যে ছড়িয়ে যায়। কিন্তু ফায়াস সার্ভিস দল আসতে অনেক দেরি করে। এতে ক্ষুব্ধ হয়ে লোকজন ফায়ার সার্ভিস দলের হামলা করে। এতে লোকজনের হামলা মুখে ফায়ার সার্ভিস দল আগুন না নিভিয়েই পালিয়ে যায়। এতে ক্ষয়ক্ষতি আরো বহুগুণে বেড়ে যায়।

এ ব্যাপারে চকরিয়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা মাহফুজুর রহমান জানান, লোকজন ফায়ার সার্ভিসের কর্মীদের ওপর হামলা করায় তাঁরা আগুন না নিভিয়েই ঘটনাস্থল থেকে কোনো রকমে পালিয়ে চলে এসেছেন।