আবদুল মজিদ,চকরিয়া:

“তরুণ তরুণী মেলাও হাত রুখে দাঁড়াও জঙ্গিবাদ”এই শ্লোগানকে প্রতিপাদ্য হিসেবে রেখে তরুণ আলো প্রকল্প-ইলমা ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহায়তায় চকরিয়ায় ১০ টি শিক্ষা প্রতিষ্ঠান যথাক্রমে চকরিয়া সাহারবিল আন্ওয়ারুল উলুম কামিল মাদ্রাসা,আমজাদিয়া রফিকুল উলুম ফাজিল মাদ্রাসা,পহরচাঁদা ফাজিল মাদ্রাসা,বদরখালী এম.এস. ফাজিল মাদ্রাসা,হারবাং হামেদিয়া দাখিল মাদ্রাসা,ডুলাহাজারা ডিগ্রি কলেজ,চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়,ইলিশিয়া জমিলা বেগম উচ্চ বিদ্যালয়,ডুলাহাজারা বহুমুখী উচ্চ বিদ্যালয়,হারবাং ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও ৫ টি সামাজিক সংগঠন মালুমঘাট তরুণ প্রজন্ম,পুক-পুকুরিয়া একতা সংঘ, সাহারবিল তরুণ সংঘ, পৌরসভার ডি এন্ড জি ক্লাব ও দরবেশ কাটা তরুণ সংঘের অংশগ্রহনে চকরিয়া সাহারবিল আন্ওয়ারুল উলুম কামিল মাদ্রাসা প্রাঙ্গনে ০৯ মে,২০১৮ রোজ বুধবার তরুণ আলো প্রকল্প-ইলমা চকরিয়ার আয়োজনে উপজেলা পর্যায়ে বার্ষিক ক্রিড়া ,সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষক পদ্মলোচন বড়–য়া। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন দশটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও অন্যান্য শিক্ষকবৃন্দ,তরুণ আলো কর্মকর্তা জাহিদুর রহমান ও আদিলুর রহমান। দিনব্যাপী উপজেলা পর্যায়ে বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন অধ্যক্ষ রুহুল কুদ্দুস আন্ওয়ারী। এরপর অতি উৎসাহের সাথে দীর্ঘ লাফ, সাতার, মিউজিক্যাল চেয়ার, চামচ মার্বেল দৌড়,স্মৃতি পরীক্ষা, দেশাত্মবোধক গান ,যেমন খুশি তেমন সাঁজ ও কুইজ প্রতিযোগিতাসহ ৮ টি ইভেন্টের প্রতিযোগিতা শুরু হয়। উক্ত প্রতিযোগিতায় চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয় ৩ টি প্রথম স্থানসহ ৯টি পুরষ্কার জিতে উপজেলায় প্রথম হয়। এরপর বিকেলে ৫ টি সামাজিক সংগঠনের অংশগ্রহনে তরুণ আলো ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এতে ফাইনালে সাহারবিল তরুণ সংঘকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় চকরিয়া পৌরসভার পুক-পুকুরিয়া একতা সংঘ। সবশেষে জয়ী দলকে চ্যাম্পিয়ন ট্রপি তুলে দিয়ে টুর্নামেন্টের সমাপ্তি ঘোষণা করেন প্রজেক্ট ম্যানেজার ফোরকান মাহমুদ।