তারেক সভাপতি, ইসলাম সচিব

সংবাদদাতা :

মাধ্যমিক শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদ, ঈদগাঁও অঞ্চলের ১ম সাধারণ সভায় সংগঠনের কার্যকরী পরিষদ গঠিত হয়েছে। বৃহস্পতিবার, ১০ মে বেলা ২টায় ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে বৃহত্তর ঈদগাঁও’র ৯টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের স্বতস্ফুর্ত উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ সিরাজুল হক। নাদেরুজ্জামান উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হাফেজ নুরুল আলমের কন্ঠে পবিত্র কোরআন তেলাওয়াত পরবর্তী সংগঠন সৃষ্টির ইতিহাস, প্রয়োজনীয়তা, লক্ষ্য-উদ্দেশ্য ও গুরুত্ব বিষয়ক বক্তব্য প্রদান করেন ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মিনুন নাহার বেগম, নাপিতখালী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক বশির আহমদ, চৌফলদন্ডী আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মঞ্জুর আলম, পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নুরুল আবছার এবং গোমাতলী আদর্শ উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী রশিদ আহমদ প্রমুখ। সভায় আহবায়ক কমিটির পক্ষে স্বাগত বক্তব্য দেন ভারুয়াখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এনামুল হক। শিক্ষা পরিবারে ভ্রাতৃত্ব, সৌহাদ্য সম্প্রীতি বজায় রেখে যে কোন প্রতিকূল পরিস্থিতি ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে কাটিয়ে এবং কৌশলী হয়ে সংগঠনকে এগিয়ে নেওয়ার জন্য তিনি সবার প্রতি আহবান জানান। সংগঠনের সার্বিক তথ্য-উপাত্ত তুলে ধরেন সদস্য সচিব নূরুল ইসলাম। সংগঠনের খসড়া গঠনতন্ত্র উপস্থাপন করেন নাদেরুজ্জামান উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মুফিদুল আলম।

সাধারণ সভায় সকলের মতামতের ভিত্তিতে স্বস্ব স্কুলের গ্রুপ আলোচনায় প্রতি স্কুল থেকে ২জন করে প্রতিনিধি মনোনীত করা হয়। মনোনীত প্রতিনিধিবৃন্দের আলোচনায় সংগঠনের সাবেক আহবায়ক ও ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এস.এম. তারিকুল হাসান তারেককে নব গঠিত কার্যকরী পরিষদের সভাপতি, সাবেক সদস্য সচিব ও ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতনের শিক্ষক নূরুল ইসলামকে সচিব মনোনীত করা হয়। আগামী ১ সপ্তাহের মধ্যে ২১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কার্যকরী পরিষদ গঠিত হবে মর্মে সভায় সিদ্ধান্ত হয়। কার্যকরী কমিটির অপরাপর মনোনীতরা হলেন যথাক্রমে ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ সিরাজুল হক, ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতনের মোঃ নুরুল আমিন হেলালী, ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের মিনুন নাহার বেগম ও আহমদ কবির, পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের আবুল কাশেম বিটু ও বুলবুল দাশ গুপ্ত, নাপিতখালী মাধ্যমিক বিদ্যালয়ের বশির আহমদ ও জাফর আলম ফারুকী, চৌফলদন্ডী আদর্শ উচ্চ বিদ্যালয়ের মঞ্জুর আলম ও অহিদ মুরাদ, ভারুয়াখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের এনামুল হক ও আবদুল্লাহ, গোমাতলী আদর্শ উচ্চ বিদ্যালয়ের নজরুল ইসলাম ও শাহ আলম এবং নাদেরুজ্জামান উচ্চ বিদ্যালয়ের এস. বিকাশ শর্মা পালন ও মুফিদুল আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতনের মোঃ নুরুল আমিন হেলালী। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন নাদেরুজ্জামান উচ্চ বিদ্যালয়ের এস.বিকাশ শর্মা পালন। সংগঠন সংশ্লিষ্ট বিষয়ে প্রশ্নোত্তর পর্বে অংশ নেন সংগঠনভূক্ত শতাধিক শিক্ষক-কর্মচারী। অনুষ্ঠান শেষে নব মনোনীত সভাপতি ও সচিব সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে সংগঠনের উন্নতিকল্পে প্রয়োজনীয় পরামর্শ ও কৌশল প্রণয়নের অনুরোধ জানান।