মোঃ নাজিম উদ্দিন, দক্ষিণ চট্টগ্রাম:

দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় আবদুল জব্বার (৩৫) নামের এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। ১০ মে বৃহস্পতিবার সকাল ৮ টায় এ ঘটনা ঘটে।  সেই উপজেলার খাগরিয়ার বুজার বাড়ি এলাকার মৃত আব্দুল গণির ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন ভোরে একই ইউনিয়নের আকমল বলির বাড়ি এলাকার ইব্রাহীমের ছেলে মো. রফিক তার বাড়িতে জব্বারকে ঢেকে নিয়ে যায়। রফিকের বাড়িতে সকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুত্বর আহত বলে কয়েকজন মিলেজব্বারকে দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয় বাসিন্দা আব্দুল কাদের বলেন, সকালে ঘুম থেকে উঠে খবর পায় জব্বার মারা গেছে। দোহাজারী হাসপাতালে ছুটে গিয়ে জানতে পারি সেখানেনেয়ার আগেই জব্বার মারা গেছেন এবং বিদ্যুৎস্পৃষ্টে তার মৃত্যু হয়েছে। পরে রফিকের বাড়িতে গিয়েছিলাম। তবে সেখানে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার মতো কোনো কিছুই দেখিনি। স্থানীয়রা জানান, জব্বার ও রফিক দু’জনেই অপরাধী। তাদের বিরুদ্ধেবিভিন্ন থানায় চুরি, ডাকাতি ও হত্যা মামলা রয়েছে। তারা এলাকায় তালা ভাঙা পার্টি হিসাবে পরিচিত। রাত ৪টার দিকে রফিক কেন জব্বারকে ঢেকে নিয়ে গেছে? নিশ্চয় কোনো অপরাধ মূলক কাজে গিয়েছিল। জব্বারের গলার এক পাশে কালোদাগ রয়েছে বলে স্থানীয়রা জানান। সাতকানিয়া থানার সেকেন্ড অফিসার এসআই সিরাজুল ইসলাম বলেন, আমরা ঘটনাস্থল ও দোহাজারী হাসপাতালে গিয়েছিলাম। চন্দনাইশ থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছেন।বিদ্যুৎস্পৃষ্টে জব্বারের মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। জব্বারের বিরুদ্ধে থানায় চুরি, ডাকাতি ও হত্যাসহ ৬টি মামলা রয়েছে।