অনলাইন ডেস্ক : মালয়েশিয়ার জাতীয় নির্বাচনে বর্তমান প্রধানমন্ত্রী নাজিব রাজাকের দল বারিসান ন্যাশনালের সাথে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে মাহাথির মোহাম্মদের নেতৃত্বাধীন জোট পাকাতান হারপানের। আজ বুধবার অনুষ্ঠিত নির্বাচনের প্রাথমিক ফলাফল আসতে শুরু করেছে।

সর্বশেষ ফলাফল অনুযায়ী, ১০৫ আসনের মধ্যে ৫৪টি পেয়েছে রাজাকের দল। আর ৫১টি আসন পেয়েছে মাহাথিরের জোট। ২২২ আসনের পার্লামেন্টে ১১২ আসন পেলেই সরকার গঠন করতে পারবে কোনো দল বা জোট।

এদিকে মাহাথির ও রাজাক নিজ নিজ আসনে জয় পেয়েছেন। ক্ষমতাসীন দলের ঘাঁটি বলে পরিচিত একাধিক আসনে জয় পেয়েছেন বিরোধী প্রার্থীরা। এছাড়া একাধিক মন্ত্রী বিরোধী প্রার্থীর কাছে হেরে গেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা এপি।

বিরোধী দলগুলো সরকারি দলের বিপক্ষে নির্বাচনে প্রভাব বিস্তার করার অভিযোগ তুলেছে। স্থানীয় সময় মধ্যরাতের আগেই পূর্ণাঙ্গ ফলাফল পাওয়া যাবে বলে আশা করছে সংশ্লিষ্টরা। – যমুনাটিভি