আবদুল মজিদ , চকরিয়া :
মাইয়া রানী তংচংগ্যা (২০) তার বৌদ্ধ ধর্ম ত্যাগ পূর্বক পবিত্র ইসলাম ধর্ম গ্রহণ করে বর্তমান রেখেছেন আরিফা বেগম। এনিয়ে নোটারী পাবলিকের কার্যালয়,চকরিয়ায় ৬মে’১৮ইং সরাসরি উপস্থিত হয়ে এফিডেভিট ( নং ৩৪২ ( G) ২০১৮ করেছেন এবং মসজিদের ইমাম সাহেবের মাধ্যমে পবিত্র কলেমা শরীফ ” লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদুর রাসুলুল্লাহ ( সাঃ)” পাঠ করে ইসলাম ধর্মে প্রবেশ করেন।
এফিডেভিট সূত্রে জানাগেছে, মাইয়া রানি তংচংগ্যা,বর্তমান নাম- আরিফা বেগম, পিতা কাউচিমং তংচংগ্যা, মাতা মনিজা তংচংগ্যা, সাং প্রভাত পাড়া, ১ নং আলীকদম, উপজেলা- আলীকদম, জেলা- বান্দরবান। সে আরো জানিয়েছেন, দীর্ঘদিন ধরে পবিত্র ইসলাম ধর্ম সম্পর্কে বুঝিতে ও জানিতে চেষ্টা করেন এবং ইসলাম ধর্ম সম্পর্কিত বহু বই পুস্তক পাঠ করেন। অতঃপর বুঝিতে পারেন যে, পবিত্র ইসলাম ধর্মই একমাত্র সত্য ও শান্তির ধর্ম। এছাড়াও বিভিন্ন ওয়াজ মাহফিলের ধর্মীয় আলোচনা শ্রবন করে ইসলাম ধর্মের সার্বিক সৌন্দর্য্য ও ধর্মের প্রতি আকৃষ্ট হইয়া, স্বেচ্ছায়, স্বজ্ঞানে কাহারো বিনা প্ররোচনায় বা কোন ধরণের প্রলোভনে আকৃষ্ট না হইয়া হলফনামা মূলে ও কলেমা পাঠ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন। ইসলামী শরীয়তের বিধান লালন পালন, জীবন পরিচালনায় শরীয়তের আদেশ- নিষেধ প্রতিপালনে এখন থেকে প্রতিজ্ঞাবদ্ধ হন।