বার্তা পরিবেশক :

উখিয়ার কৃতি সন্তান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সাইফুল্লাহ মকবুল মুর্শেদ ৭ দিনের রাষ্ট্রিয় সফরে থাইল্যান্ড গেছেন। ৬ মে বেলা দেড়টায় থাইল্যান্ডের উদ্দেশ্যে তিনি ঢাকা ত্যাগ করেন। ৭ দিনের সফরে থাইল্যান্ডে সরকারি প্রশিক্ষনে অংশগ্রহন করবেন এবং কয়েকটি সরকারি সেমিনারে যোগদান করবেন। আগামি ১৩ মে তিনি দেশে ফিরবেন বলে জানা গেছে। উল্লেখ্য, এ বছরের ১৪ জানুয়ারি তাঁকে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব হিসাবে দায়িত্ব দেওয়া হয়। তিনি উখিয়া উপজেলার ঘিলাতলি গ্রামের বীর মুক্তিযোদ্ধা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিশ্বস্থ সহচর মরহুম বি,কম আলী আহমদের একমাত্র সন্তান। ইতিপূর্বে তিনি জেলা প্রশাসক হিসাবে নোয়াখালীর ফেনিসহ বিভিন্ন জেলায় সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের যুগ্ন সচিব ও বাধ্যতামুলক প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন ও পরীবিক্ষণ ইউনিটের পরিচালক হিসাবে ও দায়িত্ব পালন করেন।