মুসল্লী – আয়োজক মুখোমুখি

আনোয়ার হোছাইন , সদর:
কক্সবাজার সদরের পোকখালীতে বৈশাখী মেলার নামে জুয়া আসর ও অসামাজিক কার্যকলাপের আশংকাকে কেন্দ্র করে মুসল্লিও আয়োজকদের মধ্যে তুমুল উত্তেজনা বিরাজ করছে। যে কোন মুহূর্তে দুপক্ষের মধ্যে বড় ধরনের সংঘর্ষের আশংকা করছে সাধারণ জনগণ । খোঁজ নিয়ে জানা যায়, ৭ এপ্রিল সোমবার থেকে টানা তিন দিন পোকখালী ইউনিয়নের অপরাধ প্রবণ এলাকা হিসেবে পরিচিত ডান্ডি বাজার নামক স্থানে কতিপয় লোক বৈশাখী মেলার নাম ভাঙ্গিয়ে ঈদগাঁওয়ের কিছু জুয়াড়ির কালো টাকা ও দাগি অপরাধীদের পেশি শক্তি ব্যবহার করে বৈশাখী মেলার নামে জুয়ার আসরের আয়োজন করে।স্থানীয় পরিষদ ও প্রশাসনকে টাকার বিনিময়ে ম্যানেজ  করে যেনতেন ভাবে এ জুয়া আসরের অনুমতি ও সোমবার শুরুর সংবাদে এলাকার ধর্ম ভীরু মুসলমানদের মাঝে উত্তেজনা দেখা দেয় ।তারা যে কোন ভাবে এ জুয়ার আসর করতে দিবেনা বলে ইতিমধ্যে ঘোষণা দিয়েছে। অপরদিকে আয়োজকরা মুসল্লিদের বাঁধা দিতে এলাকার দাগী অপরাধীদের দৈনিক বেতনে এলাকায় ফিরিয়ে এনেছে। অন্যদিকে জুয়াডি চক্র তাদের আসরে হামলা করলে যাতে ক্ষতির শিকার না হয়,তারাও এলাকার কিছু চিহ্নিত অপরাধীকে আসরের চারপাশের নিরাপত্তায় রাখছে বলে জানা গেছে। এক কথায় এ জুয়ার আসরকে কেন্দ্র করে অবৈধ অস্ত্র মহড়া হতে পার বলে ধারণা করছে নাম প্রকাশে অনিচ্ছুক অসংখ্য এলাকাবাসী । তারা এলাকার আইন শৃংখলা ও ধর্মীয় অনুভূতি রক্ষার স্বার্থে জুয়ার আসরটি বন্ধ করে দিতে উর্ধতন প্রশাসনের হস্থক্ষেপ কামনা করেন।