বান্দরবান প্রতিনিধি: 

পার্বত্য তিন জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে বাঙ্গালী ছাত্র পরিষদের ডাকা টানা ৪৮ ঘন্টার হরতালের আওতামুক্ত থাকবে পার্বত্য জেলা বান্দরবান । পার্বত্য জেলা বান্দরবানের সম্প্রীতি বজায় রাখতে এবং খাগড়াছড়ি ও রাঙামাটির উত্তাপ যাতে বান্দরবানে না লাগে সে লক্ষে কোন ধরনের হরতাল পালন করা হবে না বলে জানিয়েছেন বান্দরবান পার্বত্য নাগরিক পরিষদের সভাপতি আতিকুর রহমান। তিনি আরো বলেন কেন্দ্র ঘোষনা দিলে হরতালের পরিবর্তে কালো পতাকা মিছিল বা প্রতিবাদ সমাবেশ করা হবে।

প্রসঙ্গত, খাগড়াছড়ি উপজেলার মহালছড়ি থেকে অপহৃত তিন বাঙালিকে জীবিত উদ্ধার, সজিবের খুনিদের গ্রেপ্তার ও বিচার এবং জনসংহতি সমিতি, ইউপিডিএফসহ পাহাড়ের সশস্ত্র সংগঠনগুলোর রাজনীতি নিষিদ্ধের দাবিতে সোম ও মঙ্গলবার তিন পার্বত্য জেলায় ৪৮ ঘণ্টার এ হরতাল ডাকা হয়েছে বলে জানান পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের রাঙামাটি জেলা কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম।